Header Ads

ধলার ঘটনার এন আই এ আজ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করল

গুয়াহাটিঃ গত ১ নভেম্বর তিনসুকিয়া জেলার ধলার বিসনীমুখ খেরবাড়ি গ্ৰামের ৫ জন বাঙালিকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে সন্দেহজনক আলফার জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করেছিল। আলফা লিখিতভাবে হত্যার অভিযোগ অস্বীকার করে। রাজ্য সরকারও স্পষ্ট করে কিছু বলেনি, গত ৪ দিন আগে প্ৰথম রাজ্যের পুলিশ প্ৰধান কুলধর শইকীয়া তিনসুকিয়াতে সরাসরি অভিযোগ করেন এই হত্যার পিছনে আলফা জড়িত। পঞ্জাবের অমৃতসরের দেশ কাঁপানো গ্ৰেনেড হামলার এক সপ্তাহের মধ্যে পুলিশ চাৰ্জশ্বিট দাখিল করে। অসম পুলিশ আজ পৰ্যন্ত ধলার ঘটনায় চাৰ্জশ্বিট দাখিল করতে পারে নি বলে অভিযোগ উঠেছে। অপর দিকে কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থা ‘ন্যাশনেল ইনভেষ্টিগেটিং এজেন্সি' (এন আই এ) ধলার ঘটনায় প্ৰাথমিক তদন্ত করেই জানিয়ে দিয়েছিল আলফা জড়িত থাকার সম্ভাবনা আছে। এন আই এ আজ আনুষ্ঠানিকভাবে ধলার তদন্তর শুরু করেছে বলে পুলিশ সূত্ৰে জানা গেছে। আলফার লিংম্যান হিসাবে ধৃত জিণ্টু গগৈকে এন আই এ-র হেফাজতে এনেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.