Header Ads

এপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করা ডিমা হাসাও জেলার ১৩ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা


 বিপ্লব দেবঃ হাফলং
জেমি নাগা জনগোষ্ঠীর মধ্যে এই প্রথম এসিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন কিলিইয়ংতিলু জেমি। এবার ডিমা হাসাও জেলা থেকে মোট ১৩ জন এপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করল। গত ১৫ বছরে ডিমা হাসাও জেলা থেকে কেউ এপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে এসিএস পরীক্ষায় ডিমা হাসাও জেলা থেকে লাইস্রিংডি নাইডিং রবার্ট টুলর জয় ক্রিষ্টিয়ানা নামলাই জোপহেতা ডারনগাওন সারি লাংটাও কিমনেইনিম চাংসন সাফল্য অর্জন করেন তাছাড়া বিকাশ ছেত্রী অদিতি নুনিসা বিনিতা রানী হোজাই জুলি হাগজার সুজাতা লংমাইলাই ও রুথি আওয়াইজো এপিএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এদিকে সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে এসিএস ও এপিএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ ১৩ জনকে সংবর্ধনা জানানো হয়। আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অতিথিশালায় এক অনুষ্ঠানে এই ১৩ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করে সিইএম দেবোলাল গার্লোসা বলেন গত ১৫ বছরে মেধার ভিত্তিতে ডিমা হাসাও জেলা থেকে কেউ এপিএসসি পরীক্ষায় বসতে পারেনি। কারন এপিএসসিতে ব্যাপক দুর্নীতি সংগঠিত হওয়ার দরুন পাহাড়ি জেলার মেধাবী ছাত্রছাত্রী এই কম্পিটেটিভ পরীক্ষায় বসার সুযোগ পেতেন না। তবে এবার মেধার ভিত্তিতে এই পাহাড়ি জেলার মোট ১৩ জন এপিএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। রাজ্যে সর্বানন্দ সানোয়ালের নেতৃত্বে বিজেপি সরকার গঠন হওয়ার পর এপিএসসির চেয়ারম্যান রাকেশ পালকে গ্রেফতার হওয়ার পর এপিএসসিতে সব দুর্নীতি বন্ধ হয়ে যায় দুর্নীতিতে বিজেপি জিরো টলারেন্সের জন্য আজ মেধার ভিত্তিতে পাহাড়ি জে�পাহাড়ি জেলার ছেলে মেয়েরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে মন্তব্য করার পাশাপাশি  সিইএম দেবোলাল গার্লোসা এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে পাহাড়ি জেলার মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য  আহ্বান জানান। এদিকে এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিকাশ ছেত্রী কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই বিজ্ঞানের ছাত্র হয়ে এই আমলাতন্ত্রের লাইনে প্রবেশ করার জন্য তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। বিকাশ বলে বিজ্ঞান নিয়ে পড়াশুনা করা তার সখ ছিল কিন্তু আমলাতন্ত্রের লাইনে প্রবেশ করা তার ইচ্ছা ছিল। বিকাশ ছেত্রী বলেন সব অভিবাবকদেরই ইচ্ছা থাকে নিজের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর। কিন্তু ছেলে মেয়েরা কি চাইছে সে দিকে সব অবিভাবকদের দৃষ্টি রাখার আহ্বান জানান বিকাশ ছেত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.