Header Ads

হাফলং সরকারি হাসপাতালে প্রসূতির স্বামীর কাছে ৩ হাজার টাকা দাবির অভিযোগ ডাঃ বিভা বরা গায়নের বিরুদ্ধে

বিপ্লব দেব হাফলং, ২২ নভেম্বরঃ যে সময় সরকারি হাসপাতালে যেখানে সমস্ত চিকিৎসা, ওষুধপত্ৰ বিনামূল্যে পাওয়ার কথা। ঠিক সে সময় হাফলং সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের ডাঃ বিভা বরা গায়নের বিরূদ্ধে অৰ্থ দাবির অভিযোগ উঠল। লাংটিংয়ের বাসিন্দা বিশ্বজিৎ হাফলংবার তাঁর অন্তঃস্বত্বা স্ত্রীকে দিন তিনেক আগে সরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু বাচ্চা প্রসব করাতে তাঁর কাছে তিন হাজার টাকা দাবি করেন অভিযুক্ত ওই চিকিৎসক। এবারে প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালে যেখানে বিনামূল্যে চিকিৎসা হয় সেখানে সরকারি ডাক্তার হয়ে ডাঃ গায়ন কোন যুক্তিতে টাকা দাবি করেন? এ নিয়ে ব্যপক ক্ষোভ দেখা দেয় রোগীর পরিবার পরিজনদের মধ্যে। এর আগেও অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রোগীর পরিবারের কাছে অর্থ দাবি করার অভিযোগ রয়েছে। এমনকি রোগীদের সঙ্গে অশালীন আচরণ করার মতো অভিযোগও রয়েছে। ডিমা হাসাও জেলার লাংটিংয়ের বাসিন্দা বিশ্বজিৎ বলেন- প্রসবের সময় ওই চিকিৎসক তাঁর কাছে অৰ্থ দাবি করেন। কিন্তু সে সময় তাঁর কাছে তিন হাজার টাকা না থাকায় চিকিৎসক তা মানতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি দেড় হাজার টাকা দিতে বাধ্য হন ডাঃ গায়নকে। সরকারি হাসপাতালের ডাক্তারা চিকিৎসার জন্য যাতে কোন রোগীর কাছ থেকে টাকা দাবি না করেন তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকে হাসপাতালের অভিযুক্ত ওই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.