Header Ads

লামডিঙে দ্ৰুতহারে বাড়ছে ডেঙ্গু আক্ৰান্ত রোগীর সংখ্যা, গত তিন সপ্তাহে দুজনের মৃত্যু ডেঙ্গুতে

প্ৰতীকী ছবি
স্বপন দাস, লামডিং- হোজাই জিলার লামডিঙে দ্ৰুতহারে বাড়ছে ডেঙ্গু আক্ৰান্ত রোগীর সংখ্যা৷ গত সপ্তাহে লামডিংয়ে দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। জ্বরে আক্ৰান্ত দুই শতাধিক রোগীর শরীলের রক্ত পরিক্ষা করে পাওয়া  গিয়েছে ডেঙ্গুর ভাইরাস৷ শনিবার রিংকু গোপ নামে এক যুবকের মৃত্যু হয় মশাবাহিত এই রোগে। এর আগে গত ৬ নভেম্বর লামডিং হাসপাতালের চিকিৎসক ডঃ অমিতাভ দে' ডেঙ্গুতে আক্ৰান্ত হয়ে প্ৰাণ হারিয়েছেন। ফলত, এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। লামডিং স্বাস্থ্য বিভাগের তরফে এর কোনও প্ৰতিকারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। লামডিংয়ের নালা নর্মদা সময় মতো পরিস্কার না করার ফলে প্ৰতিদিন ১০ থেকে ১২জন লোক এই রোগে আক্ৰান্ত হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। রবিবার লামডিং স্বাস্থ্য কেন্দ্ৰে প্ৰশাসন ও সাস্থ্য বিভাগের তৎপরতায় লামডিংয়ে ডেঙ্গু রোধে বিশাল এক সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন হোজাই জেলার রাজস্ব চক্ৰ আধিকারিক, নগাঁওয়ের DPO, লামডিং পুরসভার কৰ্মী সমেত স্বাস্থ্য বিভাগের আরও বহু ব্যক্তি। এদিনের সভায় লামডিংকে ডেঙ্গু মুক্ত করতে একটি টাস্ক ফোৰ্স গঠন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.