Header Ads

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ডি লাপাং যোগ দিতে চলেছেন এনপিপিতে



ননী গোপাল ঘোষ, শিলং - মেঘালয়ের রাজনীতিতে "ফাদার ফিগার" হয়ে ওঠা প্রাক্তন মুখ্যমন্ত্রী আজীবন কংগ্রেসী ডি ডি লাপাং এবার খুব শীঘই যোগ দিতে চলেছেন রাজ্যের শাসকজোটের বড় শরিক নেশনাল পিপলস পার্টিতে (এনপিপি)। কিছুদিন আগেই লাপাং দিল্লির কংগ্রেস নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস ছেড়েছিলেন। তিনি তখন জানিয়েছিলেন- বর্তমানে বর্ষীয়ান কংগ্রেস নেতারা যথাযথ সম্মান পাচ্ছেন না দলে। বর্ষীয়ান লাপাং কংগ্রেসের বহু  উত্থান পতনের সাক্ষী। খোদ লাপাং জানিয়েছেন তাঁকে আস্তাকুড়ে ফেলে  দেওয়া হয়েছিল। বর্তমান সরকার তাঁকে আস্তকুড় থেকে তুলে এনে  মুখ্য পরামর্শদাতার পদে নিযুক্তি দিয়েছে। লাপাঙের সমর্থকরাও চাইছেন তিনি যোগ দিন এনপিপিতে। সমর্থকদের কথায় দলে যোগ দেওয়ার আগেই লাপাঙকে শাসকজোটের মুখ্য পরামর্শদাতার পদে নিযুক্তি বর্ষীয়ান নেতার প্রতি সন্মানসূচক। কানাঘুষো রটেছিল এবার লাপাং লড়বেন শিলং লোকসভা কেন্দ্রে এনপিপি-র টিকিটে কিন্তু এনপিপি-র রাজ্য সভাপতি ডব্লিউ আর খারলুখি আবার জানিয়েছিলেন লাপাং লড়বেন না লোকসভা ভোটে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.