Header Ads

জালুকবাড়িতে সস্তায় পাওয়া যাবে খারুপেটিয়ার তাজা শাক-সবজি

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ খারুপেটিয়ার কৃষকদের উৎপাদিত তাজা শাকসব্জী এবার থেকে জালুকবাড়ির বাজারে সস্তায় মিলবে। কোনও দালালের মধ্যস্থতায় না থেকে কৃষকরা এবার থেকে নিজেদের উৎপাদিত শাকসব্জি অন্যান্য শাক সবজির বাজার থেকে অনেক সস্তায় বিক্রি করতে পারবেম।প্ৰসঙ্গত, মহানগরের জলুকবাড়ি হয়ে সাত মাইল যাবার নতুন ৩৭ নম্বর জাতীয় সড়কের ধারে গ্রাহকের সুবিধার্থে শুরু হল সব্জির সুলভ মূল্যের এই বাজার। এই বাজারে খারুপেটিয়ার কৃষকের উৎপাদন করা তাজা শাকসব্জি পাওয়া যাবে। কৃষকরাই তাঁদের উৎপাদিত সব্জি বিক্রি করবেন। গড়চুকের শাকসব্জির বাজার থেকে অনেক কম দামে গ্রাহকরা  কিনতে পারবেন শাকসব্জি। প্ৰত্যেক দিন এভাবেই খারুপেটিয়া থেকে জালুকবাড়ি বাজার পর্যন্ত আসবে শাকসব্জি। প্ৰসঙ্গত, খারুপেটিয়া বা অন্যান্য অঞ্চলের সামগ্রী ওপর বহুদিন থেকেই রাজত্ব করছিল একাংশ দালাল। যার ফলে শাকসব্জির দাম উৰ্দ্ধমুখী ছিল। ফুলকপি, বাধাকপি, পটল, বেগুন, টমেটো, গাজর থেকে শুরু করে সমস্ত কিছুই এই বাজারে কম দামে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.