Header Ads

বিমানে অসমের সব্জি দুবাইয়ে গেল


গুয়াহাটিঃ বরপেটা জেলার মিসামাৰি, দরং জেলার খারুপেটীয়া, নগাঁও এবং হোজাই জেলাপ্ৰভৃতি অঞ্চলে শাক-সব্জি ফলনে রেকৰ্ড সৃষ্টি করলেও বাজার পায়না। অত্যন্ত সস্তা দরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সব্জি বিক্ৰি করতে বাধ্য হয়। এবার সব্জি উৎপাদন করে কৃষকরা লাভের মুখ দেখবে। এ এ আই, এন ই আর-এর রিজিওন্যাল এক্সিকিউটিভ ডিরেক্টার শাহ ডি. কে. কামরা আজ জানিয়েছেন, গুয়াহাটি বিমান বন্দর থেকে এয়ার কারগোর মাধ্যমে সরাসরি দুবাই পাঠানো হল। তিনি জানান উত্তর পূৰ্বাঞ্চলের কৃষি সামগ্ৰী আরবের বিভিন্ন বাজারে পাঠানোর ব্যবস্থা হবে। কলকাতা কেন্দ্ৰীক সোনার বাংলা নামে এক রপ্তানিকারী সংস্থা এবং গুয়াহাটি কিয়েজা এক্সিম প্ৰাইভেট লিমিটেড যৌথভাবে এই ব্যবসা শুরু করল। গত অক্টোবর মাসে অসমের বেগুন, বীন, মূলো প্ৰভৃতি শাক-সব্জি লণ্ডন এবং দোহা পাঠানো হয়েছিল। আজ ৮১০ কেজি পটল, সীম, মূলো, শশা, লেবু প্ৰভৃতি পাঠানো হল। অসম সরকারের অফিসাররা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.