Header Ads

আমি অসমের সন্তান এবং অসমীয়ার স্বাভিমান রক্ষায় আমার দায়বদ্ধতা আছেঃ সৰ্বানন্দ সনোয়াল

গুয়াহাটিঃ সামগ্ৰিক উন্নয়ণ, স্বাস্থ্যের ক্ষেত্ৰে অসমের উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় সংবাদ পত্ৰ ‘ইণ্ডিয়া টুডে'-এর কর্তৃপক্ষ অসমের মুখ্যমুন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়ালকে গতকাল দিল্লীতে পুরস্কার প্ৰদান করেন। মুখ্যমুন্ত্ৰী উৎসাহিত এবং উজ্জীবিত হয়ে আজ তেজপুরে উদ্দাত্ত কন্ঠে বললেন, আমি অসমের সন্তান এবং অসমীয়ার স্বাভিমান রক্ষায় আমার দায়বদ্ধতা আছে। আলফার কূটাঘাতমূলক কাৰ্যকলাপের তীব্ৰ নিন্দা করে মুখ্যমুন্ত্ৰী বলেন, আলফার কাপুরুষোচিত কাৰ্যকলাপের মোকাবিলা করা হবে, অসমের উন্নয়ণকে বাধা দেবার জন্য এক দৃষ্ট চক্ৰ ষড়যন্ত্ৰ করছে। সরকার সন্ত্ৰাসবাদের সঙ্গে কোনোও আপোষ করবে না। মুখ্যমুন্ত্ৰী আজ শোণিতপুর জেলার রাঙ্গাপাড়ায় শ্ৰমিক কল্যাণ দিৱসে অংশ গ্ৰহণ করে বলেন, শ্ৰমিকের কল্যাণ অবিহনে দেশ বা রাজ্য নিজেদের শ্ৰেষ্ঠত্ব প্ৰতিপন্ন করতে পারেনা। শোণিতপুর জেলার বিশিষ্ট শ্ৰমিক নেতা সন্তোষ কুমার স্বপ্নর জন্ম দিবসের সঙ্গে সঙ্গতি রেখে শ্ৰমিক কল্যাণ দিবসের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্ৰী বলেন, অসম সরকারের উন্নয়নের গতি অস্থির করার জন্য কিছু দুষ্ট চক্ৰ অহরহ প্ৰচেষ্টা চালাচ্ছে, ভিত্তিহীন, বিভ্ৰান্তিকর প্ৰচার করছে, বিজেপি নেতৃত্বাধীন সরকার অসমীয়া জাতিকে নিঃশেষ করবে। এনআরসির প্ৰসঙ্গে বলেন এনআরসিতে বহু অবৈধ মানুষের নাম অন্তৰ্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্ৰী অসম রাজ্যকে বিদেশী মুক্ত করার স্বাৰ্থে বেশি করে দাবি আপত্তি দাখিলের আবেদন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.