Header Ads

দুৰ্নীতিমুক্ত, স্বচ্ছ, শক্তিশালী পঞ্চায়েত উপহারের অঙ্গীকার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ

বিজেপি ভোটারদের গান শুনিয়ে ভোট নেবেন, 

গুয়াহাটিঃ পঞ্চায়েত নিৰ্বাচনে বিজেপি দলের ভিত খুবই দুৰ্বল। প্ৰস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল,এন আর সি এবং লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির ফলে আম জনতার নাভি শ্বাস উঠছে। এই পরিস্থিতিতে গ্ৰাম অসমের ভোটাররা কংগ্ৰেস সহ বিরোধী দলগুলির দিকে ঝুঁকেছে। এই পরিস্থিতিতে বিজেপি আজ আনুষ্ঠানিকভাবে নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করে গানের মাধ্যমে বিরোধীদের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল স্বচ্ছ, দুর্নীতিমুক্ত শক্তিশালী পঞ্চায়েত গঠনের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ১৫ বছরে কংগ্ৰেস দুৰ্নীতি ছাড়া কিছুই করেনি। অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, সভাপতি রঞ্জিত দাস সহ বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইস্তাহার প্ৰকাশ করেন। সঙ্গীতজ্ঞ নীল আকাশ, সাজন নায়ক প্ৰমুখ সঙ্গীতশিল্পী ছাড়াও ভৃগু ক্যাশপ, মনিষা গগৈ, নুমুলা সহরীয়া প্ৰমুখ বিজেপির প্ৰচারাভিযান চালাবেন। ২০১৬ সালে সৰ্বানন্দ সনোয়ালকে নিয়ে গান বেঁধে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। বিজেপি সেই স্বপ্নে বিভোর আশা করছে সঙ্গীতের মাধ্যমে ভোটারদের মন জয় করতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.