Header Ads

ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফের ইতিহাস গড়লেন মেরি কম

নয়াদিল্লিঃ আবারও সোনা জিতলেন উত্তরপূৰ্ব ভারতের গৌরব বক্সার মেরি কম। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে শক্তিশালী প্রতিপক্ষ ইউক্রেনের হানা ওখাতাকে ৪৮ কেজি লাইটওয়েট বিভাগে ৫-০তে ধরাশায়ী করেন তিনি। সেই সঙ্গে মণিপুরের এই মহিলা বক্সার ছ’বার সোনা জেতার নজির গড়লেন। তিনি যে দমে যাওয়ার পাত্র নন, সেটা আগেও প্রমাণ করেছেন। মণিপুরের প্রান্তিক গ্রাম কাঙ্গাথেইয়ের এই মেয়ে মেরি রিংয়ের ভিতরে কী ভাবে জ্বলে উঠতে হয় শনিবার নয়াদিল্লিতে দেখিয়ে দেন। এর আগে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, এবং ২০১০-এ সোনা জেতেন মেরি। এদিন ম্যাচে জেতার পর তাঁর দুচোখ ভিজে যায় জলে। মেরি বলেন- ‘সেই সব ফ্যানদের ধন্যবাদ দিতে চাই যাঁরা এ দিন স্টেডিয়ামে এসে আমার জন্য গলা ফাটিয়েছেন, ভারতের হয়ে গলা ফাটিয়েছেন।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.