Header Ads

প্ৰয়াত প্ৰাক্তন মন্ত্ৰী চন্দন সরকার

 ছবি, সৌঃ নিউজ১৮অসম
গুয়াহাটিঃ প্ৰয়াত প্ৰাক্তন মন্ত্ৰী চন্দন সরকার। সোমবার ভোরে হৃদযন্ত্ৰের ক্ৰিয়া বন্ধ হলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বঙাইগাঁওয়ের লোয়ার আসাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তরুণ গগৈ মন্ত্ৰীসভার কেবিনেট মন্ত্ৰী ছিলেন তিনি। জলসিঞ্চন ও ভূমি সংরক্ষণ মন্ত্ৰী ছিলেন তিনি। দক্ষিণ অভয়াপুরী কেন্দ্ৰের বিধায়ক ছিলেন তিনি। এক সময় ভাষিক সংখ্যালঘু উন্নয়ণ বোৰ্ডের সভাপতিও হয়েছিলেন তিনি। বাঙালির প্ৰতিবাদী কন্ঠের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বেশ কিছুদিন আগে তিনি বাঙালির পক্ষে বেশি কথা বলেন বলে একাংশ জাতীয়তাবাদী মহল থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বরাকের মন্ত্ৰী গৌতম রায়, মধ্য অসমে অৰ্ধেন্দু কুমার দে এবং নিম্ন অসমে প্ৰাক্তন কংগ্ৰেসী মন্ত্ৰী চন্দন সরকারের একটা আলাদা জনপ্ৰিয়তা রয়েছে। তাঁর অকাল প্ৰয়াণে রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ, বৰ্তমানের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, বঙাইগাঁও জেলা সভাপতি শংকর প্ৰসাদ রায় সমেত রাজনৈতিক মহল তথা  বিভিন্ন জন শোক প্ৰকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.