Header Ads

অরুনাচলপ্রদেশের মেসুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে যোগ দিলেন দাবাং স্টার সলমন খান



ছবি, সৌঃ নিউজ ১৮অসম
গুয়াহাটিঃ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অরুনাচলের মেসুকা উপত্যকায় মেসুকা অ্যাডভেঞ্চার উৎসবের শেষ দিনে যোগ দিলেন বলিউড সুপার স্টার সলমন খান। বৃহস্পতিবার  সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ এক বিশেষ বিমানে ডিব্রুগড় মোহানবাড়ি বিমানবন্দরে এসে উপস্থিত হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু। অরুনাচল প্ৰদেশে পৰ্যটক টানতে  অ্যাম্বেসেডর হয়েছেন সলমন খান। অরুনাচলে পৌঁছলে এদিন তাঁকে ফুলাম গামছা দিয়ে স্বাগত জানানো হয়। সলমনকে দেখতে অনুরাগীরা বিমানবন্দরের বাইরে ভিড় করেন। এরপর প্রায় ১২ টা নাগাদ তিনি  বিশেষ হেলিকপ্টারে করে অরুনাচলের মেসুকা উপতাকার  উদ্দেশ্যে রওনা দেন। পৌনে একটা নাগাদ তিনি গিয়ে পৌঁছন পশ্চিম সিয়াঙের অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ মেসুকা উপত্যাকায়। তাঁর সঙ্গে ছিলেন অরুনাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। দাবাং স্টার এদিন এমটিভি অরুনাচল ইন্টারন্যাশনাল  সাইক্লিং এর শুভ উদ্বোধন করেন। প্ৰসঙ্গত, মেসুকা অরুণাচল প্রদেশের একটি  ছোট্ট গ্রাম যা সমুদ্রতল থেকে প্রায় ছয় হাজার ফুট ওপরে অবস্থিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মেসুকা উপত্যকায় প্রতিবছর এই মেসুকা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে যোগ দিয়ে তিনি বাই সাইকেল রেসও  করেন। আমেরিকা, কানাডা সমেত বিভিন্ন দেশের প্রায় ১০০ প্রতিযোগী এই সাইকেল রেসে অংশগ্রহণ করেছেন। অরুনাচল ভ্রমণ করে খুশী প্ৰকাশ করেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। বিশেষ করে অরুণাচলের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দৰ্য তাঁর মনে বহুদিন পর্যন্ত সজীব হয়ে থাকবে বলে তিনি মনে করেন। বিকেলে ফের মুম্বাই ফিরে যান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.