Header Ads

কমছে রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লিঃ মধ্যবিত্তদের জন্য ভালো খবর। কমছে ভৰ্তুকিযুক্ত এবং ভৰ্তুকিহীন রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে কাৰ্যকর হচ্ছে নতুন দাম। আইওসি-র পক্ষ থেকে শুক্ৰবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে- দিল্লিতে ভৰ্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্ৰতি ১৩৩ টাকা করে কমছে। ভৰ্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্ৰতি ৬.৫২ টাকা করে কমছে। বৰ্তমানে দেশের সকল গ্ৰাহককেই বাজারমূল্যেই সিলিন্ডার কিনতে হয়। তবে যাঁরা ভৰ্তুকি পান, বছরে ১২টি সিলিন্ডার কিনলে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ভৰ্তুকির টাকা দেয় সরকার। আন্তৰ্জাতিক বাজারে রান্নার গ্যাসের দামের ওপর ভৰ্তুকির মূল্য নিৰ্ভর করে। ডিসেম্বরে যাঁরা ভৰ্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার কিনবেন, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০৮.৬০ টাকা করে জমা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.