Header Ads

জোড়া শিয়াল মেরে, বীরত্ব ফলাতে ফেসবুকে ছবিসহ পোস্ট, শ্রীঘরে স্থান যুবকের


দক্ষিণ দিনাজপুর - জোড়া শিয়াল মেরে, সোশ্যাল মিডিয়ায় বীরত্ব ফলাতে গিয়ে শ্রীঘরে স্থান হল যুবকের। ধৃতের নাম বিকি সরকার (২৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার ভাদ্রাইল এলাকায়। শনিবার ধৃতকে বালুরঘাট আদালতে পেশ করে তপন থানার পুলিশ। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ভাদ্রাইলের বাসিন্দা বিকি সরকার দুটি শেয়াল মেরেছে বলে গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি -সহ একটি পোষ্ট করে। সেই ছবি রাতারাতি ভাইরাল হয়ে যায়। বন্যপ্রাণী হত্যায় বির্তকের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে, ঘটনাটি নজরে আসে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশুপ্রেমী মানেকা গান্ধীর। বিকির বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা গ্রহণে নির্দেশ আসে বিভিন্ন মহল থেকে। নড়েচড়ে বসে দক্ষিণ দিনাজপুর জেলা বন দফতর ও পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয় মড়া শিয়ালের কাঁটা মুন্ডু ও হাড়গোড়। এরপরই বন দফতরের পক্ষ থেকে বন্যপ্রাণী  সংরক্ষণ  আইনে বৃহস্পতিবার অভিযোগ দায়ের হয় তপন থানায়। অবশেষে শুক্রবার তপন থানার করদহ এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তপন থানার পুলিশ। এদিন বালুরঘাট আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ধৃতের দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বালুরঘাট বন বিভাগের রেঞ্জার আব্দুর রেজ্জাক জানান, ধৃতকে জেরা করে আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.