Header Ads

জেকেএম নির্মান সংস্থা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে আইনি প্যাচে আটকে গেল চারলেন সড়ক নির্মান


বিপ্লব দেবঃ হাফলং
জেকেএম ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে আইনি লড়াইয়ে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে গত দুই বছরের বেশী সময় ধরে চারলেন রাস্তা নির্মানের কাজ বন্ধ রয়েছে। জেকেএম নির্মান সংস্থাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কালো তালিকাভূক্ত করার পর জেকেএম জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আদালতের দারস্থ হয়েছে। একমাত্র রাইটসের ভূল ভূতাত্ত্বিক জরিপের জন্য আজ জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে চারলেন রাস্তা নির্মান অনিশ্চয়তার মুখে। কারন বর্তমানে জাটিঙ্গা-হারাঙ্গাজাওয়ের ওই অংশে অ্যালাইনম্যান্ট বদল করে জাটিঙ্গা নদীর ডানপ্রান্ত দিয়ে নতুন রাস্তা নির্মানে প্রস্তাব পাঠানো হয়েছে তারজন্য নতুন করে ডিপিআর তৈরির কাজ চলছে। তাই কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা নিয়েও নেই কোন নিশ্চয়তা। এদিকে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে রাহুর দশা যেন কোন ভাবেই  কাটতে চাইছে না। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই সড়ক নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না বিশেষ করে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক পথের অবস্থা শোচনীয় হয়ে পড়ে রয়েছে। তাছাড়া হারাঙ্গাজাও থেকে বান্দরখাল পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে তেমন গুরুত্ব দিচ্ছে না। এমনিতে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশে মহাসড়কের কাজ এখন বিশবাও জলে। এদিকে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ সংস্কারের জন্য গত বছরের ডিসেম্বরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ  শিলচরের লক্ষী মটরস নামের একটি সংস্থাকে ১ কোটি ৭০ লক্ষ টাকার কাজের বরাত দিয়েছিল। এবং ওই অংশের সংস্কার কাজ করার সময়সীমা ছিল তিনমাস। কিন্তু লক্ষী মটরস গত এক বছরে ওই ২৫ কিলোমিটার অংশের সংস্কার কাজ সম্পূর্ন করতে পারেনি। তারপর ও আশ্চর্য জনক ভাবে পুনরায় রাস্তা সংস্কারের জন্য কোন টেন্ডার না ডেকেই কোটি কোটি হাফলং স্থিত নাহাই-র প্রকল্প সঞ্চালক কার্গে কামকি লক্ষী মটরসের সত্বাধীকারী সঞ্জীব নাথকে কাজের বরাত তোলে দেয় বলে অভিযোগ। এই অবস্থায় ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের সংস্কার কাজ নিয়ে ব্যাপক দূর্নীতি হওয়ার অভিযোগ উঠছে। কিন্তু তারপর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) এনিয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.