Header Ads

পেপার হকার ভবেন বৰ্মনের পত্নী দীপিকা এবার পঞ্চায়েত প্ৰার্থী


গুয়াহাটিঃ নলবাড়ী জেলার বেছিমারী অনগ্ৰসর গ্ৰাম থেকে ভোর চারটে নাগাদ পায়ে হেঁটে গ্ৰামের রেলওয়ে ষ্টেশনে থেকে গুয়াহাটি আসেন, এক সাইকেল রাখা থাকে গুয়াহাটি ষ্টেশনে, সেই সাইকেলে চেপে পেপার হকার ভবেন বৰ্মন সারা গুয়াহাটি ঘূরে মুখ্যমন্ত্ৰীর কাৰ্যালয় থেকে বিধানসভা ভবন সৰ্বত্ৰ সংবাদ পত্ৰ বিলি করেন। সেই দারিদ্ৰ পীড়িত পরিবারের সদস্য ভবেন বৰ্মনের পত্নী দীপিকা বৰ্মন এবার পঞ্চায়েত নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। নলবাড়ী জেলার ৩৫ নং পশ্চিম ধৰ্মপুর গ্ৰাম পঞ্চায়েতের ১ নং বেছিমারী খণ্ডের সদস্যা পদে ভারতীয় জনতা পাৰ্টীর মনোনীত প্ৰাৰ্থী হচ্ছেন দীপিকা বৰ্মন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের দুৰ্নীতি মুক্ত পঞ্চায়েতের প্ৰতিশ্ৰুতি দিয়ে প্ৰচার অভিযান চালাচ্ছেন। পেপার হকার বৰ্মন বলেছেন, তাদের দারিদ্ৰতা থাকলেও জনগণের সেবা করাই তাদের প্ৰধান লক্ষ্য। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.