Header Ads

হাফলঙে সোমবার কৃষি বিভাগের অতিথিশালা উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস



বিপ্লব দেবঃ হাফলং
বিজেপির আগামী ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ টি নির্বাচন কেন্দ্র ঘুরে সভা করার কথা ঘোষনা করেন বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস আজ হাফলঙে সাংবাদিকদের কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপি পার্বত্য পরিষদের ২৮ টি নির্বাচন কেন্দ্রে সভা করবে। কারন নভেম্বরেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিজেপি দল ইতিমধ্যে রাজ্যের নির্বাচন আয়োগের কাছে প্রস্তাব রেখেছে। বিজেপির রাজ্য সভাপতি বলেন গত ৩ জুন বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল শেষ হয়ে গেলে ও এনআরসির নবায়ন প্রক্রিয়ার দরুন পার্বত্য পরিষদের কার্যকাল ছয়মাস বৃদ্ধি করা হয়। এবং আগামী ৩ ডিসেম্বর পার্বত্য পরিষদের বর্ধিত ছয়মাসের কার্যকাল শেষ হচ্ছে তবে তার আগেই বিজেপি নির্বাচনে যেতে চাইছে। পরিষদের আসন্ন নির্বাচন আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের জনগনের সামনে বিজেপি-র বিকাশ মুখী যাত্রা তোলে ধরে দল ভোট চাইবে নির্বাচনের মূল ইস্যু হবে উন্নয়ন বলে মন্তব্য করে পার্বত্য পরিষদের নির্বাচনে পরিষদের ২৮ টি আসনই দখল করা লক্ষ্য রয়েছে বিজেপি-র তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ১৪ টি লোকসভা আসন দখলের লক্ষ্য মাত্রা স্থির করেছে দল। আর এ লক্ষ্যেই কাজ শুরু করেছে বিজেপি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন অসমের দুটি পাহাড়ি জেলাতে বিজেপি অনেক শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে। কারন দুটি পাহাড়ি জেলার পাঁচটি বিধানসভা আসন এখন বিজেপি-র দখলে রয়েছে তাছাড়া কার্বি-আংলং ও উত্তর পার্বত্য স্বশাসিত পরিষদ এখন বিজেপি-র দখলে রয়েছে। সোমবার বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস হাফলঙে কৃষি বিভাগের এক অতিথিশালার উদ্বোধন করে বলেন ডিমা হাসাও জেলায় যে ভাবে কৃষি বিভাগে কাজ হয়েছে তা অসমের কোন জায়গায় হয়নি এমন মন্তব্য করে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন পার্বত্য পরিষদের প্রচেষ্টায় হাফলঙে বিনামূল্যে কূলস্টোরেজ খোলা হয়েছে কৃষকদের সুবিধার জন্য কারন গ্রামঞ্চল থেকে যারা শাকসব্জী নিয়ে হাফলং আসবেন বাজারে বিক্রি করতে তাদের শাকসব্জী যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য কূলস্টোরেজের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন হাফলঙে এখন মাসরুম চাষ হচ্ছে আগামীতে ডিমা হাসাও জেলায় আপেলের ক্ষেত করার জন্য ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি বিভাগ সহ পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসাকে আহ্বান জানান। এছাড়া ডিমা হাসাও জেলায় কৃষি ক্ষেত্রে বিকাশের লক্ষ্যে কেন্দ্র থেকে এককালীন আর্থিক সাহায্য দেওয়া নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধা মোহন সিংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। এদিন কৃষি বিভাগের অতিথিশালা উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা বিধায়ক বীরভদ্র হাগজার রাজ্য বিজেপির মুখপাত্র রামকৃষ্ণ ঘোষ সিইএম দেবোলাল গার্লোসা চেয়ারপার্সন রানু লাংথাসা ইএম সুব্রত থাওসেন। সোমবার গুয়াহাটি ফিরে যাওয়ার আগে রঞ্জিত কুমার দাস মাহুরে এক দলীয় সভায় অংশ গ্রহন করেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.