Header Ads

ধেয়ে আসছে বন্যা! অসম-অরুণাচলে জারি সতৰ্কতা


 প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ অসম ও অরুণাচলপ্ৰদেশে বন্যার সতৰ্ক বাৰ্তা জারি করা হয়েছে। চিনের তরফে জানানো হয়, তিব্বতে ইয়ারলাং সাংপো নদীর একাংশ ধসের জেরে অবরুদ্ধ। সেখানে কৃত্ৰিম লেক তৈরি হয়েছে। লেক জলে পূৰ্ণ। যা ভেঙে গেলেই নিম্ন অববাহিকায় প্ৰবল বন্যার আশংকা রয়েছে। এই নদীরই শাখা অরুণাচলপ্ৰদেশে সিয়াং এবং অসমে ব্ৰহ্মপুত্ৰ নামে পরিচিত। অসমে বন্যার আশংকায় ইতিমধ্যেই ডিব্ৰুগড়, ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া সহ বিভিন্ন বন্যাপ্ৰবণ এলাকার প্ৰশাসনকে যাবতীয় ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। ইতিমধ্যেই কলকাতা থেকে এনডিআরএফের ৬টি দল ডিব্ৰুগড়ে রওনা হয়েছে। কৃত্ৰিম বন্যার কবল থেকে বাঁচতে মুখ্যমন্ত্ৰী ঘন ঘন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখে চলেছেন। সুষমা স্বরাজ পরিস্থিতির মোকাবিলা করতে সব ধরনের সতৰ্কতামূলক ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰীকে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.