Header Ads

সম্পূর্ণ আধ্যাত্মিকতা এবং নিষ্ঠা ভালোবাসায় মার পুজো করলেন উত্তর গুয়াহাটী বাসিরা

মহিলারাও করলেন দেবী। দুর্গার পুজো

দেবযানি পাটিকরঃ মালিগাওঁ

গুয়াহাটিঃসমগ্র  রাজ্যবাসীর সাথে ব্রহ্মপুত্রের ওপারে  উত্তর গুযাহাটিতে সম্পূর্ণ আধ্যাত্মিকতা ,নিস্টা আর ভালোবাসায় করলো মা দুর্গার পূজা।উত্তর গুয়াহাটির বিভিন্ন এলাকা  যেমন কালীবাড়ি ,আমিনগাও বাজার ,আইসিডি,মরিয়া পট্টি  ইত্যাদি বিভিন্ন জায়গাতে মা দুর্গার পূজা করা হয়।আজ মহা নবমীতে  মণ্ডপে মন্ডপে মানুষের ভীড় উপচে পড়ছে ।জমজমাট উত্তর গুয়াহাটির সমস্ত পুজো মণ্ডপ।উত্তর গুয়াহাটিতে এক ব্যতিক্রমী পূজার আয়োজন করে আমিনগাঁও মরিয়াপট্টি সার্বজনীন দূর্গা পূজা কমিটি ।এখানের মার পূজার আয়োজন  সম্পূর্ণ ভাবে মহিলারা করেন। মহিলারাই  চাঁদা তোলার থেকে আরম্ভ করে প্যান্ডেলের কাজকর্ম দেখাশোনা করা ,বাজার করা মার মূর্তি আনা এবং পূজার সমস্ত কিছুকাজ মহিলারাই করেন ।এই পূজা বিগত ১২ বছর ধরে মহিলারা করে আসছেন ।এবার এখানের পুজোর ৪৪ তম বছর।এ প্রসঙ্গে পুজোর সম্পাদক বর্ণালী মজুমদার বলেন যে ঘরের কাজকর্ম সেরে বাচ্চাদের দেখাশোনা করে সময় বের করে মহিলারা এ পূজার আয়োজন করেন।  প্রায় ২০০ জন মহিলারা এই পুজোতে অংশগ্রহণ করেন। খুব স্বল্প বাজেটে এই পুজো করা হয় এবং পুজোর বাজেটে যদি কিছু কম হয়ে যায় তাহলে সব সদস্যেরা মিলে সেটা পূরণ করেন ।এই তিন দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করেন ।নিজেদের সুখ দুঃখ বেদনা যন্ত্রণা ভুলে তিন দিন মার  পুজোতে সবাই মিলে আনন্দে মেতে উঠেন । পুজোর আরম্ভ থেকে বিজয়া দশমী পর্যন্ত ভীষণ ব্যস্ত থাকেন সমস্ত মহিলারা। দুর্গাপূজা যেহেতু সবার প্রাণের উৎসব ।সেই উৎসবে ভাগ নিয়ে খুশী সবাই। নারী শক্তির প্রতীক মা দুর্গার আরাধনা করে আগামী দিনের শক্তি সঞ্চয় করে নেন সবাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.