Header Ads

১২,৮৬০জন মাষ্টাররোল ক্যাজুয়েল কৰ্মীর চাকরি স্থায়ী করা হল, হিমন্ত বললেন, ঐতিহাসিক সিদ্ধান্ত

রাজ্যের সেতু নিমাণে ৯৪৩ কোটি টাকা অনুমোদন দিল কেবিনেট

অমল গুপ্ত
গুয়াহাটিঃ ১৯৮৩ সাল থেকে ২০০৫ সালের আগে পৰ্যন্ত রাজ্যে ৫২ টি সরকারী বিভাগে ১২,৮৬০জন মাষ্টার রোল কৰ্মী ক্যাজুয়েল হিসাবে কাজ করে আসছিলেন। সেই সব স্বল্প বেতনের কৰ্মীদের সরকারি পে স্কেলে অন্তৰ্ভুক্ত করে তাদের চাকরি স্থায়ী করা হ'লো। আজ অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করে বলেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ঘাড়ে বছরে অতিরিক্ত ১৮০ কোটি টাকার দায় চাপবে। অৰ্থমন্ত্ৰী সাংবাদিক সন্মেলনে বলেন, পে স্কেলে অন্তৰ্ভুক্ত করার ফলে এই সব কৰ্মীরা হাউস রেণ্ট, চিকিৎসা ভাতা সহ সব কিছু নিয়ে মাসে ১৮ হাজার টাকা করে পাবেন। অন্যান্য সরকারী কৰ্মচারীদের মতো বছরে ৩ শতাংশ হারে ইনক্ৰিমেণ্ট বৃদ্ধি পাবে। সরকারের এই সিদ্ধান্ত আজ থেকেই কাৰ্যকরী হবে। হিমন্ত বিশ্ব শৰ্মা স্পষ্ট করে দেন, চতুৰ্থ শ্ৰেণীর কৰ্মচারী নিযুক্তি বন্ধ করা হয়নি। সরকার নতুন করে চতুৰ্থ শ্ৰেণী পদ সৃষ্টি এবং নিয়োগ প্ৰক্ৰিয়া চালিয়ে যাচ্ছে, এছাড়াও বিভিন্ন সরকারি প্ৰতিষ্ঠান ‘আউটসোৰ্সিং'য়ের মাধ্যমে কৰ্মী নিয়োগ করছে। সরকার ইতিমধ্যে ৩৭১ৰ পদ সৃষ্টি করেছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগ মডেল হাসপাতগুলিতে চতুৰ্থ শ্ৰেণীর কৰ্মী নিয়োগ অব্যাহত রেখেছে। এর জন্য মাঝে মাঝে বিজ্ঞাপনও দেওয়া হয়। আজকের কেবিনেট কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পৰ্কে হিমন্ত বলেন, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের পৌরহিত্যে অনুষ্ঠিত কেবিনেট কমিটির বৈঠকে রাজ্যের অস্থায়ী সেতুগুলি নিৰ্মাণের জন্য ৯৪৩ কোটি টাকার অনুমোদন জানানো হয়। কলকাতার টালিগঞ্জে অবস্থিত সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার বাসস্থানটি ক্ৰয় করার জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকা অনুমোদন জানানো হয় এবং ২৫ লক্ষ টকা ঘরটি সংস্কারের জন্য বরাদ্দ করা হয়। এছাড়াও মহাবীর চিলারায়ের স্মৃতি সৌধ নিৰ্মাণে সরকারের বিভিন্ন প্ৰকল্পের জন্য ৯৪৩ কোটি টাকা অনুমোদন দেয় আজকের কেবিনেটে। মন্ত্ৰী পিযুষ হাজরিকা জানান, রাজ্যের ৭৪টি পৌর সভা এবং টাউন কমিটির অন্তৰ্গত পথ-ঘাট নিৰ্মাণে সরকার ২০০ কোটি টাকা রিলিজ করে দিয়েছে। সরকার প্ৰত্যেকটি পৌরসভা এবং টাউন কমিটি অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে বেশ কিছু প্ৰকল্প গ্ৰহণ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.