Header Ads

অনগ্ৰসর উত্তর পূৰ্বাঞ্চলের সাৰ্বিক উন্নয়ন ব্যতিত দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে নাঃ সুমিত্ৰা মহাজন

গতিশীল গণতন্ত্ৰের জন্য কাৰ্যক্ষম সংসদীয় ব্যবস্থা অত্যন্ত জরুরীঃ মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটিঃ অসম তথা উত্তর পূৰ্বাঞ্চলের মতো প্ৰাকৃতিক সম্পদে সমৃদ্ধ, নৈসৰ্গিক মনোরম সুন্দর পরিবেশ এই দেশের মধ্যে পৃথক এক গুরুত্ব লাভ  করেছে। সেই উত্তর পূৰ্বাঞ্চলের প্ৰতি বিশেষ দৃষ্টি দিয়ে সৰ্বাঙ্গীন উন্নয়নের উপর জোর দিলেন লোকসভার অধ্যক্ষা সুমিত্ৰা মহাজন। লোকসভার অধ্যক্ষা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর মতো উত্তর পূৰ্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এই অঞ্চলের জনসাধারণের আবেগিক সংহতি সুদৃঢ় করায় হচ্ছে উপযুক্ত সময়। এই অঞ্চলের লোক মূলস্ৰোত থেকে দূরে সরে গিয়ে যাতে বিচ্ছিন্নতাবাদী মানসিকতার প্ৰশ্ৰয় দাতাদের কবলে না পরে, তা সুনিশ্চিত করতে হবে। গুয়াহাটিতে ‘স্পীকার রিসাৰ্চ ইনিসিয়েটিভস নৰ্থ ইষ্ট চ্যপ্টারের' সূচনা করে আজ অধ্যক্ষা দৃঢ়তার সঙ্গে বলেন, অনগ্ৰসর উত্তর পূৰ্বাঞ্চলের সাৰ্বিক উন্নয়ন ব্যতিত দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে না। এর জন্য গতিশীল দায়বদ্ধ সংসদীযা ব্যবস্থা অপরিহাৰ্য। অধ্যক্ষা উত্তর পূৰ্বাঞ্চলের নারী শক্তির প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন করে বলেন, এম সি মেরিকম, দীপা কৰ্মকার, হিমা দাস প্ৰমূখ মহিলারা দেশের মধ্যে অগ্ৰণী এবং সবল ভূমিকা গ্ৰহণ করে নারী শক্তিকে সুদৃঢ় করেছেন। অধ্যক্ষা এই অঞ্চলের সন্ত্ৰাসবাদ সমস্যার উপর আলোকপাত করে বলেন, ‘স্পীকার রিসাৰ্চ ইনিসিয়েটিভস'এর মতো মঞ্চের প্ৰয়োজন আছে। যেখানে আইন প্ৰণয়ন নীতি নিৰ্ধারণ এবং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে উপযুক্ত পরিবেশ গড়ে তুলে এই অঞ্চলের ক্ষীপ্ৰ উন্নয়নের অনুকুল বাতাবরণ সৃষ্টি করতে পারে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন, গতিশীল গণতন্ত্ৰের জন্য কাৰ্যক্ষম সংসদীয় ব্যবস্থা অত্যন্ত জরুরী। মুখ্যমন্ত্ৰী সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চায়েত ব্যবস্থার প্ৰয়োজনীয়তার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্ৰী বলেন, সরকারের কাজ কৰ্ম ভালো ভাবে সম্পাদন করার জন্য কাৰ্যক্ষম সংসদীয় ব্যবস্থার অত্যন্ত প্ৰয়োজন। বলেন, শক্তিশালী সংসদীয় ব্যবস্থাতার মাধ্যমেই সুশাসন এবং প্ৰগতিশীল গণতান্ত্ৰিক বাতাবরণ তৈরি হয়। নৰ্থ ইষ্ট চ্যপ্টার অফ স্পীকার রিসাৰ্চ ইনিসিয়েটিভ লোকসভার অধ্যক্ষ সূচনা করায় সন্তোষ প্ৰকাশ করে মুখ্যমন্ত্ৰী বলেন, জাতি, ধৰ্ম, সংস্কৃতি নিৰ্বিশেষে দেশের অন্য প্ৰান্তের মানুষের সঙ্গে উত্তর পূৰ্বাঞ্চলের যোগসূত্ৰ সূচনা করার লক্ষ্য নিয়ে ৮ রাজ্যকে একত্ৰিত করে গঠিত হয়েছে ‘কমনওয়েলথ পাৰ্লামে°টরি এসোসিয়েশন ইণ্ডিয়া রিজন, জোন থ্ৰি'র গুরুত্ব পূৰ্ণ ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্ৰী মন্তব্য করেন। অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ গোস্বামী স্বাগত ভাষণে উপস্থিত ৮ রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিধায়ক, সাংসদ এবং আইন প্ৰণেতাদের আন্তরিকভাবে সম্ভাষণ জ্ঞাপন করে স্পীকার রিসাৰ্চ ইনিসিয়েটিভ নৰ্থ ইষ্ট চ্যপ্টারের গ্ৰহণ যোগ্যতার কথা তুলে ধবে ঐক্যবদ্ধ ভাবে সমস্যা সমাধানের উপর জোর দেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.