Header Ads

ওড়িশার মুখ্যমন্ত্ৰী হাতির মৃত্যুর তদন্তের ভার দিলেন ক্ৰাইম ব্ৰাঞ্চকে


 ছবিঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, ঢেঙ্কানাল(ওড়িশা)- দিন কয়েক আগে ওড়িশার ঢেঙ্কানাল জেলার কমলাঙ্গা গ্ৰামের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭টি হাতির মৃত্যু হয়। রবিবার সেই ঘটনার তদন্তের জন্য ক্ৰাইম ব্ৰাঞ্চকে নিৰ্দেশ দিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনায়ক। আর একাজে দায়িত্বপ্ৰাপ্ত বিভাগের কোনও অফিসারের গাফিলতি চোখে পড়লে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও নিৰ্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনার জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে সেন্ট্ৰাল ইলেকট্ৰিসিটি সাপ্লাই ইউটিলিটি (সিইএসইউ)র একজন জুনিয়র ইঞ্জিনিয়ার সহ ছ’জন কৰ্মীকে নিলম্বন করা হয়েছে। এখানেই থেমে না থেকে বন বিভাগের ঢেঙ্কানাল রেঞ্জ অফিসার সহ মোট ৩ জন ফিল্ড স্টাফকে ডিউটি থেকে নিলম্বন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.