Header Ads

উমরাংশু লোয়ার কপিলি জল বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ কংগ্রেসের


বিপ্লব দেবঃ হাফলং
ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশু লঙ্কু লোয়ার কপিলি জল বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে ব্যাপক অনিয়ম হওয়ার অভিযোগ তুলল ডিমা হাসাও জেলা কংগ্রেস। বৃহষ্পতিবার জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসা লোয়ার কপিলি জল বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহন নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে বলেন প্রকৃত জমির মালিকদের জমি অধিগ্রহন বাবদ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে ক্ষতিপূরনের তালিকাতে অবৈধ ভাবে অনেক লোককে অন্তর্ভূক্ত করা হয়েছে। নির্মলবাবু বলেন যে সব লোকের জমি নেই পাট্টা নেই এসব লোককে ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে সম্পূর্ণ অবৈধ ভাবে। লোয়ার কপিলি জল বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহন বাবদ ক্ষতিপূরন দেওয়ার যে তালিকা তৈরী করা হয়েছে এতে এমন ৪৫ জনের নাম অবৈধ ভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে ক্ষতিপূরন প্রদানের জন্য তাদের নিজস্ব কোনও জমি নেই বলে অভিযোগ করেন নির্মল লাংথাসা। লঙ্কু কপিলি জল বিদ্যুৎ প্রকল্পের জন্য যে সব লোকের জমি অধিগ্রহন করা হয়েছে সে সব জমির মালিকদের শুধু  ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা। অন্যদিকে উমরাংশু এলাকার কুরুংমাংলাংসু বড়লাংক্লাম মুংকেলি লরুলাংসু ডিগ্রেমডিসা ডিসাব্রা ছোটলাংসু গ্রামের গ্রাম প্রধানরা লঙ্কু লোয়ার কপিলি জল বিদ্যুৎ প্রকল্পের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজারের মাধ্যমে এপিজিসিএল (বিজলি ভবন)-র সঞ্চালকের কাছে এনিয়ে এক লিখিত অভিযোগ প্রেরন করেন এবং এতে উল্লেখ করা হয় অবৈধভাবে যে সব লোকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে  ক্ষতিপূরণের জন্য তাদের নাম বাদ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি যাতে প্রকৃত জমির মালিকরা ক্ষত জমির মালিকরা ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রাখার গ্রাম প্রধানদের পক্ষ থেকে আবেদন জানানো হয় এপিজিসিএলের সঞ্চালকের কাছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.