Header Ads

গুয়াহাটি হাইকোৰ্টের মতে অসম বনধ অবৈধঃ হিমন্ত বিশ্ব শৰ্মা

সৌঃ টাইম৮
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসম বনধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে গুয়াহাটি হাইকোৰ্ট। সোমবার সংবাদ মাধ্যমকে একথা জানান রাজ্যের অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা।  তিনি আরও বলেন, আদালত যেহেতু বনধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে। তাই আমাদেরও উচিত আদালতের নিৰ্দেশ মেনে চলা। দোকানপাট সমস্ত কিছু খোলা থাকবে। এমনকি সরকারী কৰ্মচারীদেরও সময়মতো অফিসে আসতে হবে। অন্যথা আদালতের অপমান করা হবে। সেইসঙ্গে তিনি এও বলেছেন, আগামী ১৭ নভেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে জনসভা করার অনুমতি দেয়া হয়নি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা এবং আগামী ১৭ নভেম্বর মহানগরের খানাপাড়ায় বাঙালি হিন্দুদের জনসভার বিরোধীতা করে রাজ্যের ৪৬টি সংগঠন মঙ্গলবার ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে। এদিকে, মঙ্গলবারের এই বনধকে নীতিগতভাবে পূৰ্ণ সমৰ্থন করেছে এআইইউডিফ। নাগরিকত্ব সংশোধনী বিলকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন এআইইউডিএফ-এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, বনধ হচ্ছে প্ৰতিবাদ করার একটি গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া, ক্ষমতায় আসার আগে বিজেপিও বনধ ডেকেছিল। অন্যদিকে, জাগীরোডে মাইক নিয়ে অসম বনধের প্ৰচার চালানোর সময় কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির দুই নেতা কৰ্মীকে আটক করেছে পুলিস। তাঁদের নাম ক্ৰমে জিতু ডেকা এবং জ্যোতিৰ্ময় গোস্বামী।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.