Header Ads

হাফলং সিভিল হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী পিযূশ হাজারিকা


বিপ্লব দেবঃ হাফলং
গত ২৬ অক্টোবরে রাজ্যে এই প্রথম হাফলং সিভিল হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে বলে মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পিযূশ হাজারিকা। শুক্রবার হাফলং সিভিল হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের উদ্বোধন করার পর হাফলং সিভিল হাসপাতালে আইসিইউ ভবন সহ বার্ন ইউনিট এবং বৃদ্ধদের জন্য স্বাস্থ্য ও পরিচর্যা বিভাগের শিলান্যাস করে মন্ত্রী পিযূশ হাজারিকা সাংবাদিকদের বলেন অসমে শুধু মেডিকেল কলেজ গুলিতে আইসিইউ রয়েছে। কিন্তু এই প্রথমবার রাজ্যে কোন সিভিল হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে তা হবে হাফলং সিভিল হাসপাতালে। এতে ডিমা হাসাও জেলার মানুষ উপকৃত হবেন। কারন হাফলং সিভিল হাসপাতালে আইসিইউ না থাকায় এখানকার রোগীদের শিলচর বা গুয়াহাটি যেতে হয় এতে সমস্যায় পড়তে হয় অনেককে। কারন শিলচর বা গুয়াহাটির দূরত্ব অনেক। প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে  হাফলং সিভিল হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নবনির্মিত হাসপাতাল ভবন উদ্বোধন করে মন্ত্রী পিযূশ হাজারিকা বলেন এতদিন হাফলং সিভিল হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল অতিরিক্ত রোগীর কথা মাথায় রেখে ১০০ শয্যা বিশিষ্ট হাফলং সিভিল হাসপাতালকে উন্নীত করে ২০০ শয্যা বিশিষ্ট করে তোলা হয়ছে। এখন থেকে হাফলং সিভিল হাসপাতালে রোগী রাখার সমস্যা হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী পিযূশ হাজারিকা। এদিন তিনি সাংবাদিকদের বলেন ডিমা হাসাও জেলায় পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং রাজ্যসরকার ডিমা হাসাও জেলাকে অসমের মধ্যে এক অন্যতম পর্যটন কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলতে পদক্ষেপ গ্রহন করেছে বলে জানান মন্ত্রী। এদিন হাফলং নবনির্মিত হাসপাতাল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা পরিষদের চেয়ারপার্সন রানু লাংথাসা বিধায়ক বীরভদ্র হাগজার রাজ্য বিজেপির মুখপাত্র তথা ডিমা হাসাও জেলা বিজেপির প্রভারী রামকৃষ্ণ ঘোষ জেলা বিজেপির সভাপতি নিপোলাল হোজাই স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্মসঞ্চালক ডঃ দিপালী বর্মন হাসপাতাল সুপার ডঃ পরীক্ষিত বর্মন প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.