Header Ads

ডিজিটেল মাধ্যমের প্ৰয়োজন রয়েছে- মোদি


নয়াঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ তথ্য ও প্ৰযুক্তিবিদ্যার ক্ষেত্ৰে পোৰ্টাল এক বিশেষ ভূমিকা পালন করছে। বৰ্তমানে পোৰ্টাল এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে যে কোনও খবর অতি সহজেই আমরা পেয়ে যাচ্ছি। আমাদের চারপাশ নেতিবাচক মানসিকতা ভরে পরেছে। তাই আমাদের উচিত পোৰ্টালে সবসময় ইতিবাচক খবর দেওয়া। সম্প্ৰতি মহানগরের খৃষ্টানবস্তিতে ‘যোলনি’ নামের আইটি কোম্পানির একটি কাৰ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মন্তব্য করেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। তিনি আরও বলেন, বৰ্তমানে আমাদের সমাজে স্টাৰ্ট আপ-এর জোয়ার উঠেছে। তার কারণ যুব সমাজের মানসিকতায় পরিবৰ্তন এসেছে। যুব সমাজর উৎসাহ মতে সরাকারও বাধ্য হয়েছে কাজকৰ্ম চালিয়ে নিতে। আমাদের উচিত প্ৰাকৃতিক সম্পদের সদব্যবহার করা। যেমন বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা, মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দরে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হয়। পরে তা ব্যবহার করা হয়। চাষের ক্ষেত্ৰে চাষের পাশাপাশি মৌমাছিও পালন করা উচিত। এটি একটি লাভজনক পন্থা। এর মাধ্যমে বছরে প্ৰায় ২ লক্ষ টাকা আয় করা যায়। শিক্ষা সব ক্ষেত্ৰে পরিবৰ্তন আনে। প্ৰযুক্তিবিদ্যার সদব্যবহারে আমাদের জীবনযাত্ৰাকে উন্নত করা সম্ভব। প্ৰসঙ্গত, এই প্ৰথমবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে আইটি ক্ষেত্ৰের কোম্পানিতে ভিডিও কনফারেন্স করেন প্ৰধানমন্ত্ৰী। এই কনফারন্সের সঙ্গে সঙ্গতি রেখে ‘ম্যায় নেহি হাম’ শীৰ্ষক একটি পোৰ্টাল এবং অ্যাপ উন্মোচন করেন প্ৰধানমন্ত্ৰী মোদি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.