Header Ads

উবের-ওলা চালকরা আন্দোলনে যাচ্ছে


গুয়াহাটিঃ উবের-ওলা চালকরা আন্দোলনে যাচ্ছে। অল গুয়াহাটি ক্যাব ড্ৰাইভার ইউনিয়ন আগামী ১৪ অক্টোবরের পর আন্দোলনের পথে যাবে। অনিৰ্দিষ্টকালীন উবের-ওলা চালানো বন্ধ রাখবে। আজ দিশপুর প্ৰেস ক্লাবে ইউনিয়নের সভাপতি ইব্ৰাহিম আলী, এবং সম্পাদক অনিরুদ্ধ দাস প্ৰমুখ আজ সাংবাদিক সন্মেলনে অভিযোগ করেন তেলের মূল্য বৃদ্ধির সহ অন্যান্য সামগ্ৰীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরও বহুজাতিক কোম্পানি তাদের ইনসেনটিভ দেওয়া বন্ধ করে দিয়েছে। প্ৰথম অবস্থায় তাদের তা দেওয়া হত। রাজ্য সরকার তাদের কোনও গুরুত্ব দিচ্ছে না। প্ৰায় ১২০০০ চালক দুরবস্থায় ভূগছে। ব্যাঙ্কের ঋণ পরিশোধ করতে পারছে না। প্ৰতি কিঃমিটারে দেওয়া হয় মাত্ৰ ৭ টাকা ২৫ পয়সা। পেট্ৰোলের দাম ৮২ টাকা অতিক্ৰম করেছে ১ লিটার তেলে ১১-১২ কিঃমিটার গাড়ী চালানো যায়। প্ৰতি কিঃমিটার গাড়ী চলালে খরচা হয় ৭ টাকা ৪৬ পয়সা। এই পরিস্থিতিতে গাড়ী চালিয়ে তাদের কোনও লাভ হচ্ছে না, তাই আগামী ১৪ অক্টোবরের পর আন্দোলনে যাওয়া ছাড়া গত্যন্তর নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.