Header Ads

পুজোর সময় নাশকতামূলক কাৰ্যকলাপ ঠেকাতে সতৰ্ক অসম পুলিস

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ দুৰ্গাপুজোর সময় রাজ্যে জেহাদী কৰ্মাকাণ্ডের কথা আঁচ করতে পেরে গোটা রাজ্যের প্ৰায় প্ৰত্যেকটি জেলাকে এ ব্যাপারে সতৰ্ক করে দিয়েছে অসম পুলিস। অতিরিক্ত ডিজিপি পল্লব ভট্টাচাৰ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উৎসবের সময় জেহাদী কাৰ্যকলাপের আঁচ পেয়ে প্ৰায় প্ৰত্যেকটি জেলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্ৰত্যেক পুজোমণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়েছে। কোনও ভিআইপি গাড়ি মণ্ডপের ভেতর প্ৰবেশ করতে পারবে না, সবাইকে হেটে হেটে ঠাকুর দৰ্শন করতে হবে। পুজোর কটাদিন রাজ্য তথা মহানগরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোন ক্লাবের পুজো কোন ঘাটে বিসৰ্জন দেওয়া হবে তা আগে থেকেই পুজো উদ্যোক্তাদের মহানগর প্ৰশাসনকে জানাতে হবে এমনটাই নিৰ্দেশ জারি হয়েছে। পুজোর সময় পুজো প্যাণ্ডেলের আসেপাশে এলাকায় স্বচ্ছতা বজায় রাখতে সময়মতো আবৰ্জনা নিষ্কাষণের জন্য পুর কৰ্মীদের নিৰ্দেশ দেওয়া হয়েছে। তার জন্য প্ৰত্যেকটি পুজো কমিটিকে পুর নিগমকে নিৰ্ধারিত অৰ্থ দিতে হবে। মেয়েদের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পুজোর কটাদিন যাতে লোডশেডিং না হয় তার জন্য এপিডিসিএল-কে নিৰ্দেশ দিয়েছেন রাজ্যের আইন ও শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.