Header Ads

নাগরিকত্ব বিল বাদ দিয়ে মৈত্ৰী সম্মেলনের পরামৰ্শ সাহিত্য সভার

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ শুক্ৰবার সন্ধ্যায় মহানগরের সাহিত্য সভা ভবনে অসম সাহিত্য সভার সভাপতি এবং বিভিন্ন সাহিত্যিক এর সঙ্গে এক সোহার্দ্যপূর্ণ আলোচনায় মিলিত হয় নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। সেখানে নাগরিকত্ব বিল এবং এনআরসি নিয়ে বিশদ আলোচনা হয়। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ কে বাদ দিয়ে বাঙালি সংগঠনগুলোকে মৈত্ৰী সম্মেলন আয়োজনের পরামৰ্শ দিল অসম সাহিত্য সভা। এদিনের আলোচনায় তিনটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্ৰথমটি, আগামী দিনে এনআরসির কাজে বাঙ্গালিদের ব্যাপক হারে নাম কর্তনের বিষয়টি সাহিত্য সভা খোদ তত্ত্বাবধান করবে, দ্বিতীয় প্রস্তাবে  বলা হয়েছে আগামী ১৭ অক্টোবরের গণ সমাবেশ শুধু বাঙালি না হয় মৈত্রী সম্মেলন আকারে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। সাহিত্য সভা তার উদ্যোগ নেবে, তৃতীয় প্রস্তাবে রয়েছে অসমের সকল জাতীয় সংগঠনের সঙ্গে বাঙালি সংগঠনগুলির একটি সমন্বয় গঠন করে এনআরসি সমস্যার স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে এবং কিছু উগ্র জাতীয়তাবাদী নেতার বাঙালির প্রতি উস্কানীমূলক বক্তব্যের বিরোধিতা করবে, যাতে ভবিষ্যতে অসমিয়া বাঙালির মধ্যে এসব বক্তব্যের জেরে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। সভায় বাঙালি সংগঠনের নেতৃত্ব ও নাগরিক সুরক্ষা মঞ্চের মুখ্য আহ্বায়ক ক্রমে শিলাদিত্য দেব, বিটিসি ইএম জগদিশ সরকার, প্রাত্তন বিটিসি ইএম রবিন বালা বিশ্বাস প্রাক্তন এমএলএ অলোক ঘোষ, স্বপন মন্ডল, উৎপল সরকার, সুরেন সরকার, ডঃ শান্তনু স্যান্যল, সুকমার বিশ্বাস, সহদেব দাস, ডঃ সৌমেন ভারতীয়া, শেখর দে, অজয় সরকার, সুরেশ সরকার, বাপ্পা দত্ত সহ বহু নেতা উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.