Header Ads

অসমে কাঁচা সোণার পর বহুমূল্যবান প্ল্যাটিনামের সন্ধান পাওয়া গেছে

অসমের ভূগৰ্ভস্থে থাকা বৃহৎ পরিমাণ প্ৰাকৃতিক সম্পদ থাকার পরেও অসম দেশের মধ্যে অন্যতম দারিদ্ৰপীড়িত রাজ্য

গুয়াহাটিঃ বিশ্বের মধ্যে অত্যন্ত মূল্যবান, পরমাণু প্ৰযুক্তির অন্যতম ভূগৰ্ভস্থ ধাতু ইউরেনিয়াম উত্তর পূৰ্বাঞ্চলের মেঘালয়ের পাহাড়ি জেলা গারোহিলস-এ প্ৰচুর পরিমাণে পাওয়া গেছে। তা অত্যন্ত উচ্চমানের বলে ইউরেনিয়াম কৰ্পোরেশন অফ ইণ্ডিয়া জানিয়েছিল। স্বাস্থ্যর পক্ষে অত্যন্ত  ক্ষতি কারক, অত্যন্ত স্পৰ্শকাতর, ভয়ানক এই ভূগৰ্ভস্থ ধাতু উত্তোলনে গ্ৰামবাসীদের তীব্ৰ আপত্তির ফলে তা আজও উত্তোলন করা যায়নি। এবার অসমের পাহাড়ি জেলা কাৰ্বি আংলংয়েসোণার থেকেও দামী ধাতু প্ল্যাটিনাম পাওয়া গেছে বলে ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন। এর আগে গোয়ালপাড়ার চক্ৰশীলা পাহাড়ের ভূগৰ্ভস্থে বৃহৎ পরিমাণ সোণা আছে বলে জানা গিয়েছিল। জিওলজিকেল সাৰ্ভে অফ ইণ্ডিয়া সেই সোণা পরীক্ষা করে দেখেছে তা কাঁচা ব্যবহারের উপযুক্ত নয়। অসম বিধানসভায় দেওয়া এক তথ্যে জানা গেছে অসমে একশ বছর পৰ্যন্ত ব্যবহার করার বৃহৎ পরিমাণ কয়লা মজুত আছে। প্ৰায় পঞ্চাশ বছর ব্যবহার করার মতো ভূগৰ্ভস্থ খনিজ তেল এবং ভূগৰ্ভস্থ গ্যাস আছে। অসমের ভূগৰ্ভস্থে থাকা বৃহৎ পরিমাণ প্ৰাকৃতিক সম্পদ থাকার পরেও অসম দেশের মধ্যে অন্যতম দারিদ্ৰপীড়িত রাজ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.