Header Ads

আম জনতার অধিকার রক্ষাৰ্থে গঠিত হল নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিধায়ক শিলাদিত্য দেবের নেতৃত্বে শুক্ৰবার গঠিত হল নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। রাজ্যের বিভিন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলি একত্ৰিত হয়ে মানবাধিকার এই মঞ্চ গঠিত হয়েছে। নাগরিকের অধিকার রক্ষাই এই মঞ্চের মূল উদ্দেশ্য। প্ৰকৃত ভারতীয় নগরিককে হেনস্থা বন্ধ করা, ডিটেনশন ক্যাম্পে বন্দীদের আইনি সাহাস্য দেওয়া, এনআরসি সংক্ৰান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করবে মানবাধিকার এই মঞ্চ। বিধায়ক শিলাদিত্য দেবকে মুখ্য সমন্বয়রক্ষী হিসেবে মনোনীত করা হয়েছে। মঞ্চে বিধায়ক শিবু মিশ্ৰ, প্ৰাক্তন বিধায়ক অলক কুমার ঘোষ, বিশিষ্ট আইনজীবী সহদেব দাস, বিটিসি থেকে জগদীশ সরকার, রাভা হাসং থেকে তাপশ দে, সারা অসম বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশন থেকে কমল চৌধুরী সহ মোট ২৮ জনের একটি কমিটি গঠন করা হয়েছে।  আগামী ১২ অক্টোবর মহানগরে মঞ্চের প্ৰথম কাৰ্যনিৰ্বাহক সভা অনুষ্ঠিত হবে। একথা জানিয়েছেন মঞ্চের মিডিয়া ইনচাৰ্জ সুদীপ শৰ্মা চৌধুরী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.