Header Ads

প্ৰবীণ সাংবাদিক উদয়ন বিশ্বাসকে বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজের সংবর্ধনা


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিশিষ্ট সাহিত্যিক,সাংবাদিক এবং চিত্র শিল্পী উদয়ন বিশ্বাসকে সংবর্ধনা জানালো বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ। কটন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে মঙ্গলবার তাঁকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ বিশ্বনাথ রায়।উদয়ন বিশ্বাসকে উত্তরীয়,ফল,বই,ও ফুলাম গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের সংবৰ্ধনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন ড০ উষারঞ্জন ভট্টাচাৰ্য। প্ৰবীণ এই সাংবাদিকের চিত্র শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কুমার অজিত দত্ত। তাঁর প্ৰকাশন ও শিল্প সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ড০ সৌমেন ভারতীয়া। ‘একা এবং কয়েকজন’ ছোট পত্রিকাকে নিয়ে আলোচনা করেন অধ্যাপক শান্তনু রায় চৌধুরী ,তাঁর অসমিয়া সাহিত্যের বিভিন্ন দিকের ওপর বক্তব্য রাখেন শতঞ্জীব দাস। সেইসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলকাতা থেকে আসা বিশিষ্ট অতিথি ড০  বিশ্বনাথ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন বিশ্বাসের সহধর্মিনী সুলতা বাগচী। তিনি তাঁর স্বামীর বহু অজানা কথা তুলে ধরেন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অলকানন্দা চক্রবর্তী। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কবি সঞ্জয় চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মুখোমুখি হন উদযন বিশ্বাস।এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.