Header Ads

জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্ম দিনে মুখ্যমন্ত্ৰী সনোয়ালের ৩১৯.৫ ফুট দৈৰ্ঘ্যের জাতীয় পতাকা উত্তোলন

মুখ্যমন্ত্ৰী ৩১৯.৫ ফুট দৈৰ্ঘ্যের স্তম্ভের ওপর জাতীয় পতাকা উত্তোলন করে দেশ বাসীকে উৎসৰ্গ করেন

গুয়াহাটিঃ জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বাৰ্ষিকী এবং প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী লাল বাহাদুর শাস্ত্ৰীর ১১৪ তম জন্ম দিন দেশ জুড়ে বিভিন্ন কৰ্মসূচীর মাধ্যমে উদযাপিত হয়। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম দিনে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল দেশবাসীকে ৩১৯.৫ ফুট দৈৰ্ঘ্যের স্তম্ভের ওপর জাতীয় পতাকা উত্তোলন করে জাতির কাছে উৎসৰ্গ করেন। আজ গুয়াহাটিতে পাহড়ের মাথায় অবস্থিত গান্ধী মণ্ডপে মুখ্যমন্ত্ৰী সনোয়াল দীৰ্ঘ স্তম্ভের ওপর পতাকা জাতির কাছে উৎসৰ্গ করে বলেন, মহাত্মা গান্ধীর জীবনাদৰ্শ বিশ্ব জুড়ে আজও প্ৰাসঙ্গিক, দেশের স্বাধীনতা আন্দোলনে সৰ্বোচ্চ ত্যাগ করেছেন মহাত্মা গান্ধী, তাঁর প্ৰতি সৰ্বোচ্চ শ্ৰদ্ধা জ্ঞাপনের জন্য ৩১৯.৫ ফুট জাতীয় পতাকা উৎসৰ্গ করা হয়। মেসাৰ্স বাজাজ ইলেক্টিকেলস লিমিটেড এই জাতীয় পতাকার স্তম্ভটি নিৰ্মাণ করে। এর জন্য ব্যয় হয়েছে ২ কোটি ৯২ লক্ষ টাকা। দেশের মধ্যে অন্যতম, তবে পাকিস্তান আট্টারি সীমান্তে ৩৬০ ফুট এবং পুণের প্ৰিম্প্ৰি চীনকোয়াড ভক্তি শক্তি চকে ৩৯১ ফুট স্তম্ভের ওপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গুয়াহাটি গান্ধী মণ্ডপে এই পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্ৰী বলেন, মহাত্মা গান্ধীর অহিংস ধৰ্ম, স্বচ্ছতা, অস্পৃশ্যতার এই জীবনাদৰ্শন বাস্তবায়নের লক্ষ্যে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্ৰধানমন্ত্ৰীর স্বচ্ছতাই সেৱা এই কৰ্মসূচীকে বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার গত দুবছরে ২৬ লক্ষ শৌচালয় নিৰ্মাণ করেছে। অসমকে সবুজ এবং স্বচ্ছতা রক্ষায় রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন। রাজ্যের ৩৩টি জেলায় বাপুজির জন্ম দিন উদযাপন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে শিল্প বাণিজ্যমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি, কৃষি মন্ত্ৰী অতুল বরা, সাংসদ বিশ্বজিৎ দৈমারি গান্ধী মণ্ডপের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য, জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত, পাৰ্বত্য উন্নয়নমন্ত্ৰী সুম রং হাং, সাংস্কৃতিক বিভাগের প্ৰতিমন্ত্ৰী নব কুমার দলে, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা, মুখ্যমন্ত্ৰীর মিডিয়া এ্যডভাইসর হৃষীকেশ গোস্বামীসহ বহু বিধায়ক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্ৰী আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে ১০০ জন কৰ্মীকে খাদির পোষাক উপহার দেন। খাদি-বস্ত্ৰের প্ৰাসঙ্গিতা তুলে ধরে মুখ্যমন্ত্ৰী বলেন, বরাক-ব্ৰহ্মপুত্ৰে রাজ্যের ২৬ হাজার গ্ৰামে এবং ২৪০০ চরে খাদি বস্ত্ৰের বাজার আছে। তিনি আজ লাল বাহাদুর শাস্ত্ৰীর জন্ম দিন উপলক্ষে শ্ৰদ্ধাঞ্জলি জানান। খাদি বস্ত্ৰ উন্নয়ন মন্ত্ৰী রঞ্জিত দত্ত খাদির বস্ত্ৰের বিরাট বাজারের কথা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.