Header Ads

পুজোর প্ৰাক্কালে মহানগরে বোমা বিস্ফোরণ, আহত ৪


 নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  দুৰ্গাপুজোর ৪৮ ঘন্টা আগে মহানগরে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে আহত হয়েছেন চারজন। আহতদের নাম ক্ৰমে শঙ্কু দাস,বিনিতা দাস, তাইফুদ্দিন আহমেদ এবং কল্পজ্যোতি তালুকদার। আহতরা পানবাজার এমএমসি হাতপাতালে চিকিৎসাধীন। মহানগরের ব্যস্ততম এলাকা ফ্যান্সি বাজারের কাছেই পানবাজারে ব্ৰহ্মপুত্ৰের পাড়ে অভ্যন্তরীণ জল পরিবহনের পরিত্যাক্ত একটি জাহাজের কাছেই বিস্ফোরণটি ঘটে। ওই সময় বাসে করে যাচ্ছিলেন শঙ্কু দাস তখনই বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে আহত হন তিনি। ঘটনাচক্ৰে ওই সময় বাইকে করে যাচ্ছিলেন বিনিতা দাস বিস্ফোরণে তাঁর হাতের আঙুল ছিড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিস কমিশনার প্ৰদীপ শালৈ, শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য, কংগ্ৰেস নেত্ৰী ববিতা শৰ্মা। পুজোর প্ৰাক্কালে ব্যস্ততম এলাকায় এভাবে বিস্ফোরণের ঘটনা মারাত্মক কথা। এর একটা উচ্চ পৰ্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি। দুৰ্গোৎসবের ঠিক দুদিন আগে বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করে তোলা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.