Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন নভেম্বরেই অনুষ্ঠিত হবে


বিপ্লব দেবঃ হাফলং
নভেম্বরেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন অসম প্রদেশ বিজেপি-র সভাপতি রঞ্জিত কুমার দাস। বৃহষ্পতিবার বিজেপির পৃষ্টা প্রমুখ নিযুক্তি অনুষ্ঠানে হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নভেম্বরেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এনিয়ে ইতিমধ্যে রাজ্যের নির্বাচন আয়োগের কাছে আবেদন জানানো হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। বিজেপির রাজ্য সভাপতি বলেন এনআরসি প্রক্রিয়ার জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যকাল ছয়মাস অর্থাৎ ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল রাজ্যসরকার তবে এখন পরিষদের কার্যকাল বাড়ানো হবে না নভেম্বরেই পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার পক্ষে বিজেপি। রঞ্জিত কুমার দাস বলেন ইতিমধ্যে নির্বচনের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বিজেপি। তিনি বলে আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে তিনি বিজেপির নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনের রনকৌশল নিয়ে আলোচনা করবেন তাই এখন থেকেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচনের জন্য বিজেপির নেতা কর্মীদের এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান বিজেপির রাজ্য সভাপতি। রঞ্জিৎ কুমার দাস এদিন কংগ্রেসের সমালোচনা করে বলে কংগ্রেস দল শুধু সাইন বোর্ডে চলছে। তিনি বলেন কংগ্রেস প্রচার করছে বিজেপির আমলে পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধি হয়েছে এনিয়ে তিনি বলেন তেল কোম্পানি গুলির উপর সরকারের তেমন নিয়ন্ত্রন নেই তাছাড়া আন্তঃরাষ্ট্রীয় বাজারে তেলের দাম বৃদ্ধি হওয়ার দরুন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটছে। তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি ক্ষমতা দখল করার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অনেক কমেছে।  আগামী উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে কংগ্রেস একটি আসনে জয়ী হতে পারবেনা বলে মন্তব্য করে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস দাবি করেন এবারের নির্বাচনে পরিষদের ২৮ টি আসনেই বিজেপির জয় নিশ্চিত। এদিকে পরিষদ নির্বাচনে অগপ-বিজেপির মিত্রতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন বিধান সভা ও লোকসভা নির্বাচনে বিজেপি ও অগপ দল মিত্রতা করেই নির্বাচন লড়বে তবে পার্বত্য পরিষদের নির্বাচনে অগপ-র সঙ্গে বিজেপি মিত্রতা হবে কিনা এনিয়ে সিদ্ধান্ত নেবে জেলা কমিটি। এদিন বিজেপির রাজ্যসভাপতি রঞ্জিৎ দাস বলেন ভোটার তালিকা অনুযায়ী ষাট বছর থেকে শুরু করে তার উপরে থাকা ভোটারদের জন্য আগামী ২ অক্টোবর থেকে সরকার বৃদ্ধ বৃদ্ধা পেনশন চালু করবে। এদিন পৃষ্টা প্রমুখ নিযুক্তি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সাংগঠনিক সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা বলেন লোকসভা নির্বাচনের আগে অসমের মোট ১৪ টি লোকসভা আসনে তিন লক্ষ পৃষ্টা প্রমুখ নিযুক্তি দেওয়া হবে ইতিমধ্যে অসমে ৩২ হাজার পৃষ্টা প্রমুখ নিযুক্তির কাজ শেষ হয়েছে। ডিফু লোকসভা আসনের অধীনে ডিমা হাসাও জেলায় আজ ২ হাজার ৮২৬ জন পৃষ্টা প্রমুখ নিযুক্তি দেওয়া হয়েছে এবং পুরো ডিফু লোকসভা আসনে ৩০ হাজার পৃষ্টা প্রমুখ নিযুক্তি দেওয়া হবে। এবং এই পৃষ্টা প্রমুখ দের ভোটার তালিকায় থাকা একটি পাতার ৬০ জন ভোটার তথা ১৫ টি পরিবারের দায়িত্ব থাকবে এবং এই পৃষ্টা প্রমুখদের প্রতিমাসে এদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প ও কাজকর্মের খতিয়ান তুলে ধরে মত বিনিময় করতে হবে। যাতে সরকারের বিভিন্ন প্রকল্প গুলির বিষয়ে জানতে পারেন ভোটাররা। এসব পৃষ্টা প্রমুখদের শুধু দায়িত্ব দিয়ে ছেড়ে দেওয়া হবেনা এদের প্রশিক্ষণও দেওয়া হবে। এদিন অনান্য দের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি নিপোলাল হোজাই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গারলোসা প্রমুখ। এছাড়া এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলা বিজেপির দায়িত্বে থাকা প্রভারী তথা রাজ্য বিজেপির মুখপাত্র রামকৃষ্ণ ঘোষ রাজ্য বিজেপির সম্পাদক ডঃ অমিয় কুমার ভূঁইঞা ও কিশোর উপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.