Header Ads

দুদিন পর অবশেষে পাহাড় লাইনে পরীক্ষামূলক মালগাড়ি চলাচল শুরু হল


বিপ্লব দেব হাফলং
লামডিং -বদরপুর হিল সেকশনে দুদিন পর পরীক্ষামূলক ভাবে চলল মালগাড়ি। বুধবার সকাল ১১ টা নাগাদ উত্তর পূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার প্রথমে একটি খালি মালগাড়ি চালানো হয়। ওই খালি মালগাড়ি ১০ কিলোমিটার গতিবেগে নির্বিঘ্নে দূর্ঘটনা স্থল অতিক্রম করে। তারপরই উত্তর পূর্ব সীমান্ত যাত্রীরেল চালানোর সিদ্ধান্ত নেয়। রেলযাত্রীর সুবিধার্থে দুপুর দেড়টায় শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত একটি স্প্যাশাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর নির্দেশ আসে। কিন্তু ট্রেনটি ছাড়ার ঠিক আগ মূহুর্তে  রেলবোর্ড থেকে নির্দেশ আসে যাত্রীদের সুরক্ষার দিকটি বিবেচনা করে এখনই যাত্রীবাহী ট্রেন না চালানোর জন্য রেলযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আরো কয়েকটি মালগাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে যাত্রীরেল চালানোর সবুজ সঙ্কেত মিলতে পারে বলে রেলসুত্রে জানা গিয়েছে। তবে আজ রাতের মধ্যে বা বৃহষ্পতিবার থেকেই পাহাড় লাইনে আবার যাত্রীরেল ছুটবে বলে আশাবাদী উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য সোমবার লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের দাওটুহাজা ও ফাইডিং স্টেশনের মধ্যবর্তী ৭৫/৯ কিলোমিটার এলাকায় নামরূপ থেকে শালচাপরা অভিমুখি সার বোঝাই মালগাড়ির ২০ টি বগি লাইনচ্যুত হওয়ার জেরে ওই অংশে রেলট্র্যাক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। গত দুদিন রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে মালগাড়ির ২০ টি বগি তুলে রেলট্র্যাক মেরামত করে তুলার পর বুধবার সকাল ১১ টা নাগাদ ট্রেন চালানোর ট্র্যাকসার্টিফিকেট দেয় রেলের ইঞ্জিনিয়ারিং বাভাগ তারপর লামডিং-বদরপুর হিল সেকশনে পরীক্ষামূলক ভাবে পন্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। তবে যাত্রী সুরক্ষার বিষয়টা নিশ্চিত হলে পড়েই যাত্রীরেল চলাচলের ব্যাপারে রেলবোর্ডের কাছ থেকে সবুজ সঙ্কেত মেলার সম্ভাবনা রয়েছে। বৃহষ্পতিবার থেকেই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে যাত্রীবাহী রেল চলাচলের সম্ভাবনা রয়েছে বলে রেলসুত্রে জানাগেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.