Header Ads

দেশকে গৌরবান্বিত করে জন্মভূমিতে পৌঁছলেন হিমা




গুয়াহাটিঃ শুক্ৰবার দুপুরে বরঝার বিমান বন্দরে পৌঁছন সোনার মেয়ে হিমা দাস। রাজ্য সরকারের পক্ষ থেকে হিমাকে রাজকীয়ভাবে লাল কাৰ্পেট পেতে স্বাগত জানানো  হয়। খোদ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত ছিলেন। এদিন তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে বিভিন্ন দল সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীদের ভিড় উপচে পড়ে। তাঁর অনুরাগীরা হাতে হাতে ফুলাম গামোছা, জাপি নিয়ে তাঁকে সংবৰ্ধনা জানান।হিমা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের আশীৰ্বাদেই তিনি এতোটা সম্মান পেয়েছেন। এরপর সুধাকন্ঠ ড০ ভূপেন হাজরিকার সমাধিস্থলে শ্ৰদ্ধা জানান হিমা। বিমানবন্দর থেকে সুধাকন্ঠের সমাধীক্ষেত্ৰ পৰ্যন্ত বিশাল শোভাযাত্ৰা বের হয়। এরপর তিনি সরুসজাই স্টেডিয়ামে যান। সেখান থেকে তিনি যান শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে। সেখানে হিমাকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবৰ্ধনা জানানো হয়। এদিন মুখ্যমন্ত্ৰী তাঁকে ১কোটি ৬০ লক্ষ টাকার চেক দিয়ে ক্ৰীড়া বিভাগের ব্ৰ্যান্ড অ্যাম্বেসেডার হিসেবে ঘোষণা করেন। সেই মতে তাঁকে বছরে ১৫ লক্ষ টাকা করে পারিশ্ৰমিক দেওয়া হবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.