Header Ads

পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, রায় সুপ্ৰিম কোৰ্টের



নয়াদিল্লিঃ পরকীয়া ফৌজদারি অপরাধ নয়। ব্ৰিটিশামলে তৈরি ৪৯৭ ধারা অসাংবিধানিক। বৃহস্পতিবার এই রায় দিল সুপ্ৰিম কোৰ্ট।প্ৰধান বিচারপতি দীপক মিশ্ৰর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের মতে এই আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। স্বামী কখনই স্ত্ৰীর প্ৰভু হতে পারেন না। কোনও নারী কখনই স্বামী বা কারও সম্পত্তি হতে পারেন না বলেও পৰ্যবেক্ষণ সাংবিধানিক বেঞ্চের। রায়ে আরও বলা হয়েছে, কারও যৌনতার অধিকারকে আইনি পরিসরে বেঁধে দেওয়া ঠিক নয়। কাউকে সমাজের ইচ্ছানুযায়ী ভাবতে এবং কাজ করতে বাধ্য করার অৰ্থ তাঁর স্বাধীনতা খৰ্ব করা।  পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে দীপক মিশ্ৰ সহ ছিলেন বিচারপতি রোহিংটন ফলি নরিম্যান, বিচারপতি এ এম খানউলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্ৰচূড় এবং বিচারপতি ইন্দু মলহোত্ৰ। গত পয়লা অগাস্ট এই মামলার শুনানি শুরু হয়।শেষ হয় ৮ অগাস্ট।ওইদিন ই ২৭ সেপ্টেম্বর রায় দানের দিন ঠিক করে দেন প্ৰধান বিচারপতির বেঞ্চ। সরকার পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল পিংকি আনন্দ।  মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী রাজ কালিশ্বরম এবং সুবধত এমএস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.