Header Ads

এনআরসি প্ৰক্ৰিয়ায় ১৫টি নথির মধ্যে গ্ৰহণযোগ্য হবে না ৫টি নথি



নয়াদিল্লিঃ এনআরসি প্ৰক্ৰিয়ায় ১৫টি নথির মধ্যে গ্ৰহণযোগ্য হবে না ৫টি নথি। নাগরিকপঞ্জিতে আবেদনের জন্য ৫টি নথিকে প্ৰত্যাহারের প্ৰতীক হাজেলার করা আবেদনকেই বুধবার বহাল রাখল দেশের সৰ্বোচ্চ আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১০ টি নথির ভিত্তিতেই এনআরসির তালিকায় নাম ওঠানোর জন্য ফৰ্ম জমা নেওয়া হবে। নালিশ এবং আপত্তি জানানোর সময়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৬০ দিন করেছে সৰ্বোচ্চ আদালত। এই মামলার পরবৰ্তী শুনানি হবে ২৩ অক্টোবর। এর মধ্যে কোনও সমস্যা হলে পরবৰ্তী শুনানিতে স্থগিত রাখা ৫টি নথি ভবিষ্যতেগ্ৰহণ করা হবে কি না তা বিবেচনা করে দেখবে সুপ্ৰিম কোৰ্ট। বৰ্তমানে স্থগিত রাখা ৫টি নথি হল – রেশন কাৰ্ড, ১৯৫১ সালের এনআরসি নথি, ১৯৭১ সালের ২৪ মাৰ্চ পৰ্যন্ত থাকা ভোটার তালিকা , ১৯৭১ সালের ২৪ মাৰ্চের নাগরিকত্ব প্ৰমাণ পত্ৰ এবং শরনাৰ্থী পঞ্জিয়ন প্ৰমাণ পত্ৰ। এই ৫টি নথি কৰ্তনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল আসাম পাবলিক ওয়াৰ্কস, সচেতন নাগরিক মঞ্চ, আমসু, জমিয়ত উলেমা সহ বেশ কয়েকটি সংগঠন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.