Header Ads

আগামীতে কোনও হিন্দুকে বাংলাদেশের রাষ্ট্ৰপতি করার আহ্বান বি কে নাথের




নয়া ঠাহর প্ৰতিবেদন, ঢাকাঃ বাংলাদেশের আসন্ন নিৰ্বাচনে হিন্দু সম্প্ৰদায়ের মধ্য থেকে রাষ্ট্ৰপতি করতে রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানানোর জন্য দেশটির হিন্দুদের কাছে আহ্বান জানিয়েছেন দৈনিক যুগশঙ্খের মুখ্য সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ।বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে কৰ্মরত ‘বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ’-এর সদর দফতর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্ৰধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ওপার বাংলার হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যে নিৰ্বাচন হবে  আপনারা বলবেন আমাদের রাষ্ট্ৰপতি দিতে হবে। আমাদের ভারতে মাত্ৰ ৯ শতাংশ মুসলিম। কিন্তু আমাদের দেশে ৩ জন রাষ্ট্ৰপতি হয়েছেন মুসলিম। ফখরুদ্দিন আলি আহমেদ, ড০ জাকির হোসেন এবং এপিজে আব্দুল কালাম। এঁরা সকলেই বিশিষ্ট পণ্ডিত ছিলেন। যেখানে মেধা রয়েছে, স্বীকৃতি এমনিই হবে। আমরা যদি নেতৃত্ব চাই তাহলে মেধা তৈরি করতে হবে। এর জন্য এ দেশের ধনাঢ্য হিন্দুদের এগিয়ে আসতে হবে। আধুনিক শিক্ষা প্ৰতিষ্ঠান গড়ে তুলে সেখানে আমাদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা হলে সবাই আমাদের সেলাম করবে। তখন কেউ আর নিৰ্যাতন করতে সাহস পাবে না। ঢাকার টিকাটলিতে সংস্থাটির সদর দফতরের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্ৰ ঘোষ।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের জেনারেল সেক্ৰেটারি মানিকচন্দ্ৰ সরকার, যুগশঙ্খের কলকাতা সংস্করণের মুখ্য প্ৰতিবেদক রক্তিম দাস, কলকাতার যাদবপুরের বিজেপি নেতা বিষ্ণু পাল সহ আরও অন্যান্যরা। উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নিৰ্যাতিত ভিকটিম এবং তাঁদের পরিবারের সসদ্যরা।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.