Header Ads

কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্য বিভাগে ভূঁয়া নিযুক্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন সঞ্চালক

বিপ্লব দেবঃ হাফলং
রাজ্যের স্বাস্থ্য বিভাগে ভূঁয়া নিযুক্তি নিয়ে তৎপর হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। কংগ্রেস সরকারের আমলে অসমের বেশ কয়েকটি জেলাতে স্বাস্থ্য বিভাগে ভূঁয়া নিযুক্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হলেন স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সঞ্চালক ধ্রুব হোজাই। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল এই ভূঁয়া নিযুক্তি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। আর এই ভূঁয়া নিযুক্তিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সঞ্চালক ধ্রুব হোজাইর নাম জড়িয়ে পড়েছে। অসমের বেশ কিছু জেলায় কংগ্রেস আমলে হওয়া ভূঁয়া নিযুক্তিতে স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সঞ্চালক ধ্রুব হোজাই জড়িত থাকার তথ্য প্রমান পেয়েছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। তদন্তকারী সংস্থা সুত্রে জানা গিয়েছে স্বাস্থ্য বিভাগের অভিযুক্ত অফিসার ও অনান্য কর্মচারীর সঙ্গে প্রাক্তন সঞ্চালক ধ্রুব হোজাইর বিরুদ্ধে শীঘ্রই চার্জশীট দাখিল করবে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল মুঠ তিনটি মামলা দায়ের করে এই ভূঁয়া নিযুক্তির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তারমধ্যে দুটি মামলার কেসডায়েরী ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। অসমের বিশেষ আদালতের নির্দেশ মর্মে আগামী ২০ ও ২৪ সেপ্টেম্বর তদন্তকারী সংস্থা দুটি মামলার চার্জশীট দাখিল করবে। অবশ্য কেসডায়েরি দাখিল করার আগেই অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে সমন জারি করেছে তদন্তকারী সংস্থা। গত সপ্তাহে মুঠ ২৪ জন অভিযুক্তকে সমন জারি করার পর বৃহষ্পতিবার আরো ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়। দুটি মামলায় একটিতে ছয়জন ও আরেকটি মামলায় সাতজনকে সমন জারি করে তদন্তকারী সংস্থা। যাতে কম সময়ের মধ্যে সমন পেয়ে অভিযুক্তরা হাজির হয়। সেইদিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্ট থানা গুলিতে ডব্লিউ পি টি ম্যাসেজর মাধ্যমে সমন পাঠানো হয়েছে। সরকারী ডাকসেবা বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোন অভিযুক্তকে সমন না পাঠিয়ে পুনরায় ডব্লিউ পি টি ম্যাসেজের মাধ্যমে সমন পাঠানো হয়। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে সমন পেয়ে তদন্তকারী সংস্থার কাছে হাজির হওয়া তিন অভিযুক্তকে কিছুদিন আগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। তারপরই গত সপ্তাহে ২৪ জন ও বৃহষ্পতিবার আরো ১৩ জন অভিযুক্তের নামে সমন জারি করে তদন্তকারী সংস্থা। বৃহষ্পতিবার সমন জারি করাদের মধ্যে রয়েছে শদিয়া কাকপাথর মাকুম অঞ্চলের কয়েকজন অভিযুক্ত রয়েছেন। তদন্তকারী সংস্থা সুত্রে আরো জানা গিয়েছে কংগ্রেস সরকারের আমলে সংঘটিত ভূঁয়া নিযুক্তি নিয়ে ২০১৫-১৬ সালে বিভাগীয় তদন্ত করে স্বাস্থ্য বিভাগ নিযুক্তি পাওয়া অনেককে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু রহস্যজনক ভাবে এনিয়ে একটি এজাহার ও দাখিল করেনি স্বাস্থ্য বিভাগ। তিনসুকিয়া ডিব্রুগড় শিবসাগর ধেমাজি লক্ষীমপুর মরিগাঁও বঙাইগাঁও জেলাতে ও স্বাস্থ্য বিভাগে ভূঁয়া নিযুক্তি দেওয়ার বিষয়টি ধরা পড়ার পরে ও স্বাস্থ্য বিভাগ তদন্তে করে নিযুক্ত পাওয়াদের চাকুরি থেকে বরখাস্ত করেছিল যদিও কিন্তু সংশ্লিষ্ট এই জেলা গুলিতে রহস্যজনক কারনে স্বাস্থ্য বিভাগ এনিয়ে এজাহার দাখিল করেনি। উক্ত ভূঁয়া নিযুক্তি নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সঞ্চালক সহ বহু সংখ্যক অভিযুক্ত অফিসার কর্মচারীর সঙ্গে চাকুরি থেকে বরখাস্ত হওয়াদের ও তদন্তের আওতায় আনা হয়েছে। ভূঁয়া নিযুক্তি নিয়ে কয়েকমাস চাকুরি করা অভিযুক্তদের গ্রেফতার করার পরই তদন্তকারী সংস্থা চার্জশীট দাখিল করবে। কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্য বিভাগে সংঘটিত ভূঁয়া নিযুক্তি সংক্রান্ত নিয়ে সম্প্রতি কেসডায়েরি তৈরি করেছে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.