Header Ads

ভারত-ভূটান সীমান্ত বাণিজ্যিক কেন্দ্ৰ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল


বিটিএডির ৪টি জেলার সাৰ্বিক উন্নয়নের জন্য ২৬৪ কিঃমিঃ সীমান্ত পথ নিৰ্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার

অমল গুপ্ত, গুয়াহাটিঃ
মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ বিটিএডির বাক্সা জেলার তামুলপুরের দরংগায় ভারত-ভূটান সীমান্ত বাণিজ্য কেন্দ্ৰ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বলেন, অসমের সঙ্গে ভূটানের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পৰ্ক  আরও শক্তিশালী হল। ভূটানের সঙ্গে জ্ঝটি দুয়ার দিয়ে এই বাণিজ্যিক লেনদেন হবে। আজকের দিনটিকে ঐতিহাসিক দিন হিসাবে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন, সীমান্ত বাণিজ্য উদ্বোধনের ফলে বাক্সা, ওদালগুড়ি, চিরাং এবং কোকরাঝাড়ের জনসাধারণের দীৰ্ঘ দিনের ইচ্ছা পূরণ হল। এই চারটি জেলা অৰ্থনৈতিক উন্নীত ত্বরান্বিত হবে। মুখ্যমন্ত্ৰী বলেন, এই চ্ছ্ৰটি জেলার সাৰ্বিক উন্নয়নের জন্য ২৬৪ কিঃমিঃ সীমান্ত পথ নিৰ্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘এক্ট ইষ্ট পলিসি' র+পায়নের মাধ্যমে উত্তর পূৰ্বাঞ্চলের নতুন যুগের সূচনা হবে। প্ৰধানমন্ত্ৰীর এই স্বপে®র প্ৰকল্প বাস্তবায়নের জন্য প্ৰধান মন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেন। ভারত-ভূটানের ঐতিহাসিক সম্পৰ্কের কথা শ্ৰদ্ধার সঙ্গে স্মরণ করে মুখ্যমন্ত্ৰী বলেন, পারো-গুয়াহাটি এবং সিংগাপুরের মধ্য ড্ৰুক এয়ার কোম্পানি বিমান চালু করায় দুই দেশের সম্পৰ্কের উন্নতি হবে। তিনি জানান ধুবড়ির র+পসী বিমান বন্দর পুুনরnজ্জ্বীবিতকরণের ব্যবস্থা গ্ৰহণ করেছে কেন্দ্ৰীয় সরকার। বরাক-ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার সাৰ্বিক উন্নয়নে সরকার সংকল্পবদ্ধ। বাণিজ্যমন্ত্ৰী চন্দ্ৰ মোহন পাটোয়ারী বলেন, বাণিজ্যিক কেন্দ্ৰ উদ্বোধণের ফলে এই অঞ্চলের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। বিটিসির মুখ্য কাৰ্যবাহী সদস্য হাগ্ৰামা মহিলারী, তামুলপুর বিধানসভা কেন্দ্ৰের বিধায়ক ইমানুয়েল মুসাহারী, বিধায়ক মনেশ্বর ব্ৰহ্ম, থানেশ্বর বসুমতারী, মনেশ্বর বোড়ো এবং বাণিজ্যিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব রবি কাপুর সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.