Header Ads

হাইলাকান্দি জেলায় এক ব্যাক্তির বাড়ি থেকে প্রচুর পরিমানে বিষ্ফোরক সামগ্রী উদ্ধার

বিপ্লব দেবঃ 
হাইলাকান্দি বন্দুকমারা পুলিশ ফাঁড়ির অন্তর্গত বন্দুকমারা সুদর্শনপুর প্রথম খন্ডের এক ব্যাক্তির বাড়ি থেকে বিষ্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে কুচিলার ১৪৭ সি আর পি এফ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট ও বন্দুকমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার মক্রম আলির নেতৃত্বে সিআরপি ও পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুদর্শনপুর প্রথম খন্ড গ্রামের জৈনক আমির উদ্দিনের বাড়ি থেকে জিলেটিন স্টিক সহ আপত্তি জনক সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪৭ টি জিলেটিন স্টিক ৪৯ টি ডিটনেটর ৬০০ টি আর সেভেন ট্যাবলেট তিন মিটার তার। পুলিশ এনিয়ে আমির উদ্দিনের বিরুদ্ধে এক মামলা নথিভূক্ত করে থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশি জেরায় আমির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। তার বাড়িতে এই বিষ্ফোরক সামগ্রী কি ভাবে এসেছে এনিয়ে আমির উদ্দিন কিছুই জানেন না বলে পুলিশকে জানায়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.