Header Ads

লামডিং-এর রাস্তায় অবহেলায় পরিত্যাক্ত মূৰ্তি বিসৰ্জনের ব্যবস্থা করল প্ৰনবানন্দ বিদ্যামন্দির



স্বপন দাস, লামডিং-
হিন্দু ধৰ্মে ঘটা করে পুজো করার পর মূৰ্তি বিসৰ্জন করার বিধান থাকলেও কিছু কিছু মূৰ্তি ভক্তপ্ৰাণ জনসাধারণ যেখানে সেখানে ফেলে রাখেন। মাঠে ঘাটে প্ৰায় এধরনের মূৰ্তি পড়ে থাকতে দেখা যায়। এমনটা আটকানোর চেষ্টা লামডিঙের পুরহিত সমিতি বহুবার করেছে কিন্তু তা সত্ত্বেও কোনও ফল হয়নি। রাস্তায় যেখানে সেখানে মূৰ্তি রাখা ঠেকাতে এবার এগিয়ে এল প্ৰনবানন্দ বিদ্যামন্দির। বিদ্যামন্দিরের উদ্যোগে পথেঘাটে পরিত্যাক্ত মূৰ্তি বিসৰ্জনের ব্যবস্থা করা হয়। গত ২৩ সেপ্টেম্বর লামডিঙের বিভিন্ন এলাকায় রাস্তার কিনারে পড়ে থাকা মূৰ্তিগুলো উঠিয়ে পুখুরে বিসৰ্জনের ব্যবস্থা করে প্ৰনবানন্দ স্কুল। স্কুলের উপাধক্ষ আশীষ ঘোষের নেতৃত্বে সকাল থেকে পরিত্যাক্ত মূৰ্তি গাড়িতে উঠিয়ে পুখুরে বিসৰ্জন করা হয়। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্কুলের শিক্ষক বিশ্বজিৎ পাল, ভানু সিংহ ঠাকুর, স্কুলের কৰ্মী অজয় কৰ্মকার। স্কুলের অভিভাবকরাও একাজে উদ্যোক্তাদের সহযোগিতা করেছেন। স্কুলের এই উদ্যোগকে প্ৰশংসা করেন লামডিঙের সচেতন মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.