Header Ads

অসমে এনআরসি কাণ্ডের প্ৰতিবাদে কলকাতায় গণ আদালত



 
কলকাতাঃ  অসমে এনআরসি প্ৰক্ৰিয়ার প্ৰতিবাদে কলকাতায় গণ আদালত বসাবে ‘হিউম্যান প্ৰটেকশন অ্যাওয়ারনেস অৰ্গানাইজেশন’। কলকাতা প্ৰেস ক্লাবে শনিবার এক সাংবাদিক সম্মেলনে শিলং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্ৰসেনজিৎ বিশ্বাস বলেন, ‘অসমের এনআরসি থেকে বাদ পড়া মানুষদের কালকাতায় আনবো। দেশের বিভিন্ন প্ৰান্ত এবং দেশের বাইরে থেকে বিচারপতিদের আনবো। তাঁরা ভুক্তভোগীদের নথি পরীক্ষা করে যে রায় দেবেন, তা নিয়ে আন্তৰ্জাতিক আদালতেও যাব।’ মানবাধিকার কৰ্মী তিস্তা শেতলবাড়ের অভিযোগ, এনআরসি তৈরির প্ৰক্ৰিয়ায় ‘উদ্দেশ্যপ্ৰণোদিত অন্তৰ্ঘাত’ করা হয়েছে। এনআরসি কাণ্ডে যে ভাবে দুটি সম্প্ৰদায়কে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাকে বিপজ্জনক রাজনীতি আখ্যা দেন তিস্তা। অসমে এনআরসি তালিকায় বাদ পড়া মানুষদের যে ডিটেনশন শিবিরগুলিতে রাখা হয়েছে, সেগুলিকে হিটলারের কনসেনট্ৰেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেন তিনি। অভিযোগ করেন, ‘শিবিরগুলিতে কাউকে, এমনকি সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.