Header Ads

প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না, বাদ পড়াদের বিতাড়ণ করা হবে না- মুখ্যমন্ত্ৰী

এন আর সি রূপায়নের নামে ১২০০ কোটি টাকা জলে গেল, উন্নয়নের কাজ করা যেতো মন্তব্য শিলাদিত্য দেবের

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আশ্বাস দিয়েছেন, ১৯৭১ সালের ২৫ মাৰ্চের আগে আসা ভারতীয় নাগরিক এক জনের নামও এন আর সি তালিকা থেকে বাদ পড়বে না। এবং যাদের নাম তালিকায় অন্তৰ্ভূক্ত হবেনা তাদেরকে বিতাড়ণ করার প্ৰশ্নই নেই। মুখ্যমন্ত্ৰী গতকাল বাঙালি যৌথ সমন্বয় সমিতি, অসম-র এক প্ৰতিনিধি দলকে এই আশ্বাস দেন। প্ৰতিনিধির দলটি অভিযোগ করেছে সুপ্ৰীমকোৰ্টে নিৰ্ধারণ করে দেওয়া ১৫ নথি এন আর সির সমন্বয়ক প্ৰতীক হাজেলা মান্যতা দিচ্ছে না। এন আর সি কৰ্তৃপক্ষ সুপ্ৰীমকোৰ্টের নিৰ্দেশকেই অবজ্ঞা করছেন। বাঙালি যৌথ সমন্বয় সমিতির সভাপতি সুকুমার বিশ্বাস, উপদেষ্টা শেখর দে প্ৰমুখ প্ৰতিনিধি দলটি বিভিন্ন নথিপত্ৰ সহ মুখ্যমন্ত্ৰীকে বলেন, মাইগ্ৰেশন সাৰ্টিফিকেট, রিফিউজি সাৰ্টিফিকেট, ভূমির দলিল, প্ৰাথমিক বিদ্যালয়ে প্ৰদান করা প্ৰমাণ পত্ৰ, ব্যাঙ্কের পাশবুক প্ৰভৃতি বৈধ নথি পত্ৰ এন আর সি কৰ্তৃপক্ষ অগ্ৰাহ্য করছে। সেই ব্যাপারে মুখ্যমন্ত্ৰীর হস্তক্ষেপ দাবি করেন প্ৰতিনিধি দলটি। তারা জানান, লিগেসি ডাটার ওপর ভিত্তি করে বাবার নাম এন আর সিতে অন্তভূক্ত হল অথচ একই লিগেসি ডাটার সন্তান সন্তুতির নাম বাদ দেওয়া হচ্ছে। বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য মন্ত্ৰী তপন গগৈ, মন্ত্ৰী নব দলে, মুখ্য সচিব অলোক কুমার এবং গৃহ সচিব উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্ৰীকে সাক্ষাৎ করে ১৬ দফার দাবি সম্বলিত স্মারকপত্ৰ প্ৰদান করে ১০ জনের প্ৰতিনিধি দলটি। অন্যান্য সদস্যারা হলেন– উপদেষ্টা বাবুল সরকার, আইন  উপদেষ্টা শুভ্ৰাংশু দেব, সাধারণ সম্পাদক সুরেশ সরকার, মুখপাত্ৰ রতন কুমার সেন, সম্পাদক ভাস্কর দাস, কাৰ্যনিৰ্বাহক সদস্য ললিত মোহন নাথ, শেখর সাহা, প্ৰদীপ অধিকারী প্ৰমুখ।
বিতৰ্কিত বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব পুনরায় মন্তব্য করেছেন, এন আর সির নামে ১২০০ কোটি টাকা জলে গেল, এই টাকায় রাজ্যের উন্নয়ন করা যেত। এই বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, এই এন আর সির ফলে জাতির সুরক্ষা হবে না। এন আর সির ফলে বাংলাদেশীমূলের মুসলমানদের স্বীকৃতি জানানো হল। এন আর সি রূপায়নের নামে ব্যাপক দুৰ্নীতে করেছে। শুধু ১০ শতাংশ নয় এন আর সির পুরো তালিকা ভেরিফিকেশন করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.