Header Ads

ভূমিকম্পে কেঁপে উঠল অসম সহ উত্তরবঙ্গ,পশ্চিমবঙ্গঃ শিলিগুড়িতে মৃত ১




গুয়াহাটিঃ বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কোকরাঝাড়। তার প্ৰভাবে নড়ে উঠল মহানগর সহ উত্তরবঙ্গ,পশ্চিমবঙ্গের কোলকাতাও।কম্পন স্থায়ী ছিল ২০ থেকে ৩০ সেকেন্ড পৰ্যন্ত।  রিখটার স্কেলে  কম্পনের মাত্ৰা ছিল ৫.৬। বেলা ১০ টা ২০ মিনিটি ৫৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।আলিপুরদুয়ার, দাৰ্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ সহ উত্তরবঙ্গের প্ৰায় সব জেলাতেই টের পাওয়া গিয়েছে কম্পন। কম্পন অনুভূত হয়েছে সিকিম, মেঘালয়, বিহারেও। ভূটান, বাংলাদেশ, মায়ানমারেও মৃদু কম্পন অনুভূত হয়। এদিকে ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে মৃত্যু হয় ২২ বছর বয়সী এক কলেজ পড়ুয়ার।কম্পনের সময় আতঙ্কে সিড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে মাথায় চোট পেয়ে মৃত্যু হয় সম্ৰাট দাস নামের ওই ছাত্ৰের। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই কলেজ ছাত্ৰ মুৰ্শিদাবাদে পড়াশুনা করতো। ছুটিতে বাড়িতে এসেছিল সে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে কম্পনের জেরে কোকরাঝারের বোড়োল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের দেওয়ালে ফাটল ধরে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.