Header Ads

আগামী দু-বছরের মধ্যে মহাসড়কের কাজ সম্পূর্ণ হবে : মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

বিপ্লব দেব, হাফলং : প্রায়ত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজ আগামী দু বছরের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার হারাঙ্গাজাওয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংবাদিকদের বলেন গত ২০ বছর থেকে ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজ থমকে পড়েছিল। ১৯৯৮ সালে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলা দেশের অনান্য অংশের সঙ্গে যুক্ত করতে শিলচর সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজ শুরু করেছিলেন। কিন্তু কেন্দ্রে ১০ বছর ও রাজ্যে ১৫ বছর কংগ্রেস ক্ষমতায় ছিল এবং কংগ্রেসের সদিচ্ছার অভাবে এই প্রকল্পের কাজ রূপায়িত হয়নি বলে জানিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন কেন্দ্রে নরেন্দ্র মন্ত্রীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজে গতি এসেছে। আজ থেকে ২ বছর আগে রাজ্যে সর্বানন্দ সানোয়ালের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজ তরান্বিত করার নির্দেশ দেন। পরিমল শুক্লবৈদ্য বলেন কংগ্রেস আমলেই বন বিভাগের বাধার দরুন এই প্রকল্পের কাজ এগোয়নি তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বনবিভাগের সমস্যার সমাধান হয়েছে। এখন আর ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজে বন বিভাগের কোনও প্রতিবন্দ্বকতা নেই বলে জানিয়ে মন্ত্রী বলেন। যে সব নির্মান সংস্থা কাজে অবহেলা করেছে তাদের কালো তালিকাভূক্ত করে তাদের ঠিকা বাতিল করা হয়েছে। তিনি বলেন ইষ্ট-ওয়েষ্ট করিডরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৩১ কিলোমিটার চারলেন রাস্তা নির্মানের কাজের দায়িত্ব এনএইচআইডিসিলের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ডিমা হাসাও জেলার মধ্যে চলতে থাকা বাকি অংশের কাজ এনএইচআইডিসিএলকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৩১ কিলোমিটার অংশের চারলেন রাস্তা নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে সূচি হাইটেক নির্মান সংস্থাকে ইতিমধ্যে এর জন্য সাড়ে ছয়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রী বলে শুক্রবার হারাঙ্গাজাও আসার পথে বালাছড়াতে কাছাড়ের জেলাশাসক এস লক্ষণনের উপস্থিতিতে এনএইচআইডিসিএল   কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন বর্ষার সময় কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই বর্তমানে বৃষ্টির জন্য কাজ বন্ধ রয়েছে তবে বৃষ্টি বন্ধ হলেই পুনরায় রাস্তা নির্মানে কাজ শুরু হবে বলে উল্লেখ করে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আশা প্রকাশ করে বলেন আগামী দু-বছরের মধ্যেই শিলচর সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মান কাজ সম্পূর্ন হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.