Header Ads

প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবারের এনপিপি দলে যেগদান


বিপ্লব দেব হাফলংঃ প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারে নেতৃত্বে ডিমা হাসাও জেলার ১৫ জন নেতার ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি) দলে যোগদান। শনিবার গুয়াহাটির লিলি হোটেলে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উপস্থিতিতে ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি) তে যোগদান করেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্ৰাক্তন সিইএম সমরজিত্‍ হাফলংবার। আজ থেকে অসমে এনপিপি শুরু করবে দলের হয়ে প্ৰচারের কাজ। অসমের এনআরসি নিয়ে বলতে গিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা বলেন প্ৰয়োজন হলে মেঘালয়ে এনআরসি উন্নীত করন করা হবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন মেঘালয়ে এনআরসি উন্নীত করনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এদিকে এনপিপি দলে যোগ দিয়ে প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার বলেন শনিবার গুয়াহাটি লিলি হোটেলে আনুষ্ঠানিক ভাবে তিনি সহ সম্প্রতি অগপ ছেড়ে আসা ডিমা হাসাও জেলার আরো ১৫ জন নেতা ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি) দলে যোগদান করেন। সমরজিৎ হাফলংবার এনপিপি হচ্ছে নেডার একটি অংশ তাই আগামী উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপির নাম না করে বলেন পরি যদি কোনও দলের কাছ থেকে মিত্রতার প্রস্তাব আসে দল ভেবে দেখবে আর না হলে পার্বত্য পরিষদের আগামী নির্বাচনে ২৮ টি আসনে এনপিপি একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সমরজিৎ হাফলংবার বলেন সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্যের দাবির ইস্যু সহ ষষ্ঠ তথশিলি অধীনে থাকা পার্বত্য স্বশাসিত পরিষদের বিভিন্ন সমস্যা নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী করনাড সাংমা পৃথক স্বশাসিত রাজ্যের দাবি সমর্থন করার পাশাপাশি পার্বত্য পরিষদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান সমরজিৎ হাফলংবার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.