Header Ads

এবারও ৩ দিন ব্যাপী স্বাধীনতা দিবস, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূৰ্ণ, কোনও জেহাদী হুমকি নেইঃ পল্লব কুমার ভট্টাচাৰ্য

কোচ রাজবংশী সংগঠকে সতৰ্ক করে দিলেন পুলিশ কমিশনার হীরেন নাথ বনধ ডাকলেই শাস্তিমূলক  ব্যবস্থা, প্ৰধানমন্ত্ৰীর জীবনের আধারে সিনেমা ‘চলো জীতে হ্যয়’

গুয়াহাটিঃ এবারও অসমে ৩ দিন ব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। আজ থেকে ৭২ তম স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়েছে। রাজ্যের মাধ্যমিক বিদ্যালয়গুলিতে দেশপ্ৰেমমূলক গানের প্ৰতিযোগিতা শুরু হয়, ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের অঙ্গ হিসাবে সিনেমা হল গুলিতে দেশপ্ৰেমমূলক চিত্ৰ প্ৰদৰ্শন করা হবে। ছাত্ৰ-ছাত্ৰীদের মধ্যে চিত্ৰাংকন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হবে, বিষয় বস্তু ‘স্বচ্ছ ভারত'। এবার স্বাধীনতা দিবসের প্লাষ্টিকের পতাকা নিষিদ্ধ করা হয়েছে। কামরূপ (মেট্ৰো) ডেপুটি কমিশনার বিনোদ মিট্টাল, পুলিশ কমিশনার হীরেন নাথ, জনসংযোগ সঞ্চালক রাজীব প্ৰকাশ বরুয়া প্ৰমুখ আজ সাংবাদিক সন্মেলন করে স্বাধীনতা দিবস সম্পৰ্কে বিভিন্ন কৰ্মসূচীর কথা জানান। আজ শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির জীবনের আধারে ‘চলো জীতে হ্যয়’ ছবিটি প্ৰদৰ্শন করা হয়। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সহ মন্ত্ৰিসভার সদস্য এবং বহু বিশিষ্ট ব্যক্তি ছবিটি দেখেন। গুয়াহাটি গান্ধী মণ্ডপে ৩০০ ফুট উচ্চতা বিশিষ্ট আ্যলুমিনিয়ামের তৈরী স্তম্ভের উপর জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এডিজিপি পল্লব ভট্টাচাৰ্য জানান, রাজ্যে শান্তিপূৰ্ণভাবে স্বাধীনতা দিব উদযাপিত হবে। এই দিবস উপলক্ষে রাজ্যে জুড়ে নিশ্চিদ্ৰ নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। কোনও ধরণের হুমকি নেই। কেবল বাঙ্গালুরুতে ধৃত জেহাদি সংগঠনের এক সদস্য অসমের কথা উল্লেখ করে ছিল মাত্ৰ। আশঙ্খার কিছুই নেই। পুলিশ কমিশনার হীরেন নাথ স্বাধীনতা দিবসের সময় বনধ আহবানকারিদের সতৰ্ক করে দিয়ে বলেছেন, রাষ্ট্ৰীয় দিবসে কোনও ধরণের আন্দোলন করা উচিত নয়। তিনি কোচ রাজবংশী সংগঠকে সতৰ্ক করে দিয়ে বলেছেন, স্বাধীনতা দিবসে বনধ ডাকলে আন্দোলনকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করা হবে। এদিকে যথারীতি আলোচনা বিরোধী আলফা সহ কয়েকটি জঙ্গী সংগঠন স্বাধীনতা দিবস বৰ্জনের ডাক দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.